বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন

স্কটিশ পার্লামেন্টে ঈদ পরবর্তী অভ‍্যর্থনায়

সকল সম্প্রদায়ের সমন্বয়ে অন্তর্ভুক্তিমূলক স্কটল্যান্ড গঠনের আহ্বান

শহিদুল ইসলাম
  • খবর আপডেট সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৭ এই পর্যন্ত দেখেছেন
বৃহস্পতিবার (১৯ জুন) স্কটিশ পার্লামেন্ট অনুষ্ঠিত হয়েছে সর্বদলীয় ঈদুল আজহা পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান যেটি ছিল চিন্তন, সংহতি ও যৌথ উদ্দেশ্যের প্রতীক হি‌সে‌বে উল্লেখ‌যোগ‍্য দিন।
স্কটিশ পার্লামেন্টের গার্ডেন লবিতে অনুষ্ঠিত অনুষ্ঠানটির আয়োজক ফয়ছল চৌধুরী এমএসপি (লেবার), ড. পাম গোসাল এমএসপি (কনজারভেটিভ), এবং উইলি রেনি এমএসপি (লিবারেল ডেমোক্র্যাট) ও সহযোগিতায় ছিল মুসলিম কাউন্সিল অব স্কটল্যান্ড এবং গ্লাসগোতে অবস্থিত পাকিস্তান কনস্যুলেট।
অনুষ্ঠানে অন‍্যান‍্যদের মধ্যে অংশগ্রহণ করেন এমএসপি, কূটনীতিক, ধর্মীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা, যারা স্কটল্যান্ডের মুসলিম সম্প্রদায়ের অবদানকে স্বীকৃতি প্রদান করেন এবং সমতা ও অন্তর্ভুক্তির প্রতি পার্লামেন্টের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
ফয়ছল চৌধুরী এমএসপি বলেন “এমন অনুষ্ঠানগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের বৈচিত্র্যকে উদযাপন করতে হবে এবং আরও সহনশীল স্কটল্যান্ডের দিকে একসঙ্গে অগ্রসর হতে হবে। এখনো আমাদের সমাজে বর্ণবাদ ও বৈষম্য বিদ্যমান। আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব যে আমরা এমন একটি দেশ গড়ে তুলি, যেখানে সকল মানুষ, তাদের পটভূমি যাই হোক না কেন,  তারা যেন সমানভাবে বিকশিত হতে পারে।”
অনুষ্ঠানে অন‍্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিল বিবি, লিয়াম কের, শ্যারন ডোয়ে, প্যাট্রিক হারভি (স্কটিশ গ্রিন পার্টির সহ-নেতা), কাউকাব স্টুয়ার্ট (সমতা বিষয়ক মন্ত্রী), এবং সদ্য নির্বাচিত ডেভি রাসেল—যাঁরা সবাই একটি অন্তর্ভুক্তিমূলক ও বহুবাদী স্কটল্যান্ডের প্রতি সমর্থন জানিয়েছেন।
বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সুম্মার জাভেদ, গ্লাসগোতে পাকিস্তানের কনসাল জেনারেল; তুরস্কের ডেপুটি কনসাল জেনারেল এবং মুসলিম কাউন্সিল অব স্কটল্যান্ড-এর চেয়ার ড. আদরিস যাঁরা এই অনুষ্ঠানের জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বকে তুলে ধরেন।
স্কটল্যান্ডের প্রথম মন্ত্রী (First Minister) জন সুইনি এমএসপি বলেন: আজ পার্লামেন্টে আমি ও ফয়ছল  স্কটল্যান্ডে সদয়তা, অন্তর্ভুক্তি ও সহনশীলতার অগ্রদূত স্যার জিওফ পামারের উত্তরাধিকারের কথা স্মরণ করেছি। তাঁর চেতনা অনুসরণ করে আমি আবারও বলতে চাই, আমি এমন একটি স্কটল্যান্ডে বিশ্বাস করি যেখানে সব ধর্ম ও বর্ণের মানুষ একত্রিত হয়ে পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও সামষ্টিক কল্যাণের ভিত্তিতে সমাজ গড়ে তোলবে।
তিনি আরও বলেন যখন মুসলিম সম্প্রদায় অনেকে উদ্বেগ ও ভয়ের মধ্যে রয়েছেন, তখন আমি স্পষ্ট করে বলতে চাই: স্কটল্যান্ডের প্রথম মন্ত্রী হিসেবে, আমি এমন একটি অন্তর্ভুক্তিমূলক স্কটল্যান্ডে বিশ্বাস করি যেখানে সব সম্প্রদায়ের মানুষ ঐক্য ও সৌহার্দ্যের ভিত্তিতে একটি যৌথ সমাজ গড়ে তোলবে।
অনুষ্ঠানে যারা উপস্থিত থাকতে পারেননি যাঁদের মধ্যে ছিলেন এলিসন জনস্টোন (প্রেসাইডিং অফিসার), রাসেল ফিন্ডলে এমএসপি (স্কটিশ কনসারভেটিভ পার্টির নেতা), এবং আনাস সারওয়ার এমএসপি (লেবার পার্টির নেতা) তাদের পক্ষে ফয়ছল চৌধুরী শুভেচ্ছা জানিয়ে বলেন তারা নাগরিক সম্পৃক্ততা, সামাজিক সংহতি ও ন্যায়বিচারের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
অনুষ্ঠানটি স্কটল্যান্ডের মুসলিম সম্প্রদায়ের জন্য একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হয়েছে বলে উপস্থিত সবাই জানিয়েছেন। একইসঙ্গে এটি সংলাপ, সংযোগ ও স্বীকৃতির সুযোগ তৈরি করে, এবং স্কটল্যান্ডের সমতা, পারস্পরিক শ্রদ্ধা ও সামাজিক ঐক্যের প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করবে।
ফয়ছল চৌধুরী তার বক্তব্যে বলেন “২০২১ সালে নির্বাচিত হওয়ার পর থেকে আমি বর্ণবাদবিরোধী শিক্ষাকে এগিয়ে নিতে অঙ্গীকারবদ্ধ। আমি এটি করি রেসিয়াল ও রিলিজিয়াস প্রেজুডিস সংক্রান্ত সর্বদলীয় গ্রুপের মাধ্যমে অথবা সম্প্রদায়ভিত্তিক এমন আয়োজনের মাধ্যমে, যা মানুষকে তাদের ঐতিহ্য উদযাপনে একত্র করে। এটি আমার হৃদয়ের খুব কাছের একটি বিষয়, এবং আমি অন্তর্ভুক্তিমূলক ও সহানুভূতিশীল স্কটল্যান্ড গঠনে কাজ চালিয়ে যাব।
 উইলি রেনি তার সমাপনী বক্তব্যে বলেন: আজকের রাতটি বৈচিত্র্য ও ঐক্যের প্রতীক। ফয়ছল যদি পার্লামেন্টে না থাকতেন, তবে এই কণ্ঠস্বর এতটা শক্তিশালী হতো না।”

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102