বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন

নবীগঞ্জে জনতার হাতে ভূয়া ২ সিআইডি আটক

এম এ আহমদ আজাদ
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২৬ এই পর্যন্ত দেখেছেন
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ভূবিরবাক গ্রামে সিআইডি পরিচয়ে অভিযান চালিয়ে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে অপহরণের চেষ্টা করে দুই প্রতারক। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
তবে স্থানীয় জনতার সাহসিকতায় ঘটনাস্থলেই ধরা পড়ে যান ভুয়া সিআইডি। জানা যায়, রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশ রতন দাশের বাড়িতে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে নিজেদেরকে সিআইডির সদস্য হিসেবে পরিচয় দেন। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে থানায় নিয়ে যাওয়ার হুমকি দেন। তারা দাবি করেন, পলাশের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
শিক্ষক পলাশ রতন দাশ জানান, তারা প্রথমে এসে জয়ন্ত সরকার নামে একজনকে চেনেন কিনা জানতে চান। এরপর বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ আছে। আমি পরিচয় দিই যে আমি একজন শিক্ষক, তখন তারা বলেন—আপনি আওয়ামী লীগ করেন, তাই আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যেতে হবে। আমি চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তাদের ঘিরে ধরে। পরিচয় জানতে চাইলে তারা কোনো পরিচয়পত্র দেখাতে পারেনি। স্থানীয়দের সন্দেহ হলে তারা ওই দুই ব্যক্তিকে আটকে রেখে কুর্শি ইউনিয়ন পরিষদে নিয়ে যান এবং ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে নবীগঞ্জ থানা পুলিশকে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। পরে আটক দুই ব্যক্তি নিজেদের ভিন্ন পরিচয় দেয়। এক পর্যায়ে একজন কখনও পরিচয় দেয় বি-বাড়িয়ার সরাইল থানার বণিকপাড়ার মৃত লুৎফুর রহমানের ছেলে মহিবুর রহমান পান্না (৪২) আবার বলে, সে আগে হিন্দু ছিল, তখন নাম ছিল নরোত্তম, বাবার নাম হেমন্ত। অন্যজন নিজেকে সুনামগঞ্জ জেলার পার্বত্যপুর গ্রামের মনাফ মিয়ার ছেলে আমির হোসেন (৪০) বলে দাবি করে। সিআইডি পরিচয় কোনো কিছু পাওয়া যায় নাই। তাদের কাছ থেকে একটি রানার ১০০ সিসি মোটরসাইকেল, দুটি মানিব্যাগ, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ও দুটি বাটন মোবাইল উদ্ধার করা হয়।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন,  ভুয়া সিআইডি পরিচয়ে অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে থানায় আনা হয়েছে। ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102