বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৯:৪৯ পূর্বাহ্ন

মৌলভীবাজার প্রেসক্লাবের ঈদ পূণর্মিলনীতে

মতবিরোধ ভুলে সংবাদকর্মীদের মধ্যে ঐক্য গড়ে তোলার আহ্বান

মৌলভীবাজার সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৩৬ এই পর্যন্ত দেখেছেন

এসো স্মৃতির প্রাঙ্গনে, মিলি প্রীতির বন্ধনে এ স্লোগানে জেলার শতাধিক সাংবাদিকদের উপস্থিতিতে মৌলভীবাজার প্রেসক্লাবের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ জুন) শহরের ওয়েস্টার্ন রেস্টুরেন্টের কনফারেন্স হল রুমে। জমজমাট এ ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত সংবাদকর্মীরা  ক্ষুদ্রমতবিরোধ ভুলে বৃহত্তর ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ সহ জেলার প্রবীন ও সিনিয়র সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যে অপপ্রচার বন্ধের দাবী জানান।

সাম্প্রতিক সময়ে সিলেট বিভাগের প্রবীন সাংবাদিক মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ সালামের একটি বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে তাকে হেনস্তা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।

মৌলভীবাজার প্রেসক্লাবের সহসভাপতি মওসুফ এ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুলের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ সালাম, বিশিষ্ট লেখক আইনজীবী ড: মো: আবু তাহের, বিশিষ্ট রাজনীতিবিদ ও গনমাধ্যম কর্মী মতিন বখশ, ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আইনজীবী এইচ এম মুশতাক আহমদ মম, এ টিএন বাংলা/এ টিএন নিউজ এর ষ্টাফ রিপোর্টার সৈয়দ মহসীন পারভেজ, মনুবার্তা সম্পাদক জসীম উদ্দিন, বাংলাবাজার প্রতিনিধি মামুনুর রশীদ মহসীন, পূর্ব দিকের সহযোগী সম্পাদক সালাহ উদ্দিন ইবনে শিহাব, যুগান্ত ও এস এ টিভি প্রতিনিধি হোসাইন আহমদ, কালবেলা ও ডিবিসি নিউজের প্রতিনিধি ওমর ফারুক নাঈম, চ্যানেল ২৪ এর এম এ রব, দেশ টিভির রিপোর্টার সালেহ এলাহী কুটি, রাজন্গর প্রেসক্লাবের সম্পাদক আ: রহমান সোহেল, মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর ইকবাল, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাহমুদুররহমান, বাংলাদেশ সাংবাদিক সমিতি মৌলভীবাজার জেলা শাখার সম্পাদক আনহার আহমদ সমশাদ, বাংলাদেশের খবর প্রতিনিধি শাহনেওয়াজ চৌধুরী সুমন, ঢাকা প্রতিদিন প্রতিনিধি আবুল হায়দার তরিক,তাজুদুর রহমান, বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার সভাপতি রোমান আহমদ, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন এর সভাপতি সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম প্রমুখ।

সভায় বক্তারা প্রেস ক্লাবের এ উদ্যোগের প্রশংসা করেন ও ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবী জানান। সভা শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যমুনা টিভি প্রতিনিধি আফরোজ আহমদ, নয়াদিগন্ত প্রতিনিধি এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক মসুদ আহমদ. মেহেদী হাসান রুমী, মৌমাছি কন্ঠের ব্যবস্থাপনা সম্পাদক সৈয়দ সিরাজুল ইসলাম সিরাজী, প্রেসক্বোবের সভাপতি সরওয়ার আহমদ,সহসভাপতি শ ই সরকার জবলুসহ অন‍্যান‍্য সংবাদকর্মী বৃন্দ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102