মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১১:৩১ অপরাহ্ন

নবীগঞ্জে বাসচাপায় নিহত ১

হবিগঞ্জ সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২৮ এই পর্যন্ত দেখেছেন
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় হারুন মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে পানিউমদা ইউনিয়নের পানিউমদা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত হারুন মিয়া স্থানীয় তসকির মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় হারুন মিয়া মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকা অভিমুখী একটি অজ্ঞাত বাস তাকে সজোরে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হানিফ পরিবহনের একটি বাস দুর্ঘটনাটি ঘটায়। এ ঘটনায় উত্তেজিত জনতা হানিফ পরিবহনের আরেকটি বাস আটক করে রাখে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা ও গোপলারবাজার তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে হানিফ পরিবহন কর্তৃপক্ষ নিহতের পরিবারের সঙ্গে আলোচনার আশ্বাস দিলে স্থানীয়রা আটক বাসটি ছেড়ে দেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102