বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন

১০ গ্রামের নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে

বিএনপির ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

মোঃ কাওছার ইকবাল
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৪৬ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল সদর ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়া এলাকাবাসীর উদ্যোগে ১০ গ্রামের পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে বিএনপির ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান।

মঙ্গলবার (১০জুন) পশ্চিম ভাড়াউড়া গ্রামের ঈদগাহ মাঠে এই ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী( হাজী মুজিব)।

সাবেক মেম্বার আনার মিয়ার সার্বিক সহযোগিতায়, এলাকার বিশিষ্ট মুরুব্বি যত্রিক মিয়ার সভাপতিত্বে ও মাওলানা আব্দুল মুমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ দুরুদ আহম্মদ, ৩নং সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ দুদু মিয়া, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক মোঃ নুরুল আলম সিদ্দীকি, যুগ্ম আহবায়ক মোঃ তাজ উদ্দীন তাজু।

এতে উপজেলার মৎসজীবি সম্প্রদায়ের ১০ গ্রামের পঞ্চায়েত কমিটির বিশিষ্ট মুরুব্বিগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মশিউর রহমান রিপন, মো.মুকসুদুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সালাউদ্দিন প্রমূখ।

এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে পবিত্র মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের সদস্যদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102