বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন

নিজ বিদ্যাপিঠে সিলেটের জেলা প্রশাসক মুরাদ

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৬৮ এই পর্যন্ত দেখেছেন

শ্রীমঙ্গলের নিজ বিদ্যাপিঠ বিটিআরআই উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় ঈদ পুনর্মিলনী ও প্রীতি ফুটবল ম্যাচ।

জেলা প্রশাসকের সফরসঙ্গী ছিলেন বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের আরেক প্রাক্তন ছাত্রী সিলেটের সহকারি কমিশনার(ভূমি) ফারহানা ফেরদৌস শিউলি। অন‍্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইউসুফ। উপস্থিত ছিলেন বিটিআরআই উচ্চ  বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত প্রশাদ কুর্মী ও সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ শামসুল ইসলাম। এছাড়াও ৯৬ ব্যাচসহ প্রাক্তন ছাত্রদের অনেকেই উপস্থিত ছিলেন।

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ প্রাক্তন অন্যান্য ছাত্র-ছাত্রীদের নিয়ে নিজ বিদ্যাপিঠ পরিদর্শনের সময় অনেক স্মৃতি রোমন্থন করেন। এসময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। স্কুল মাঠের দিকে তাকিয়ে তিনি বলেন, এই মাঠেই সবসময় পড়ে থাকতাম। সহপাঠীদের নিয়ে ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলায় মেতে উঠতাম। এই স্কুলের উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করে যাবেন বলে জানান তিনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102