বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন

ত্যাগের মহিমায় তেতুলিয়ায় ঈদুল আজহা উদযাপিত

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ২৮ এই পর্যন্ত দেখেছেন
Exif_JPEG_420
ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার মুসলিমরা পালন করছেন মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।
শনিবার (৭ জুন ) সকালে  তেতুলিয়া উপজেলা
পালিত হলো ঈদুল আজহা। এরই মধ্যে লাখ লাখ মানুষ কর্মস্থল থেকে পৌঁছে গেছে গ্রামের বাড়ি, স্বজনদের সঙ্গে নিয়ে ঈদ উদ্‌যাপন করার জন্য।  শুরু থেকে ধীরগতিতে শুরু হওয়া ঈদের বেচাকেনাও শেষ হয়ে এসেছে। যার যার সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি নিয়েছেন ঈদের আনন্দে মেতে ওঠার জন্য।তেতুলিয়া উপজেলায় মোট ৬১ টি ঈদগাঁ মাঠ রয়েছে যার মধ্যে বাংলাবান্ধা ইউনিয়নে মধ্যে  ঈদগা মাঠ ১৪ টি তিরনই হাট ঈদগা মাঠ ১০ টি তেতুলিয়া ঈদগা মাঠ ১১ টি শালবাহান ঈদগা মাঠ ৮ টি বুড়াবুড়ি ঈদগা মাঠ ৩ টি ভজনপুর ঈদগা মাঠ -৮ টি এবং দেবনগর ঈদগা মাঠ ৭ টি। মাঠে ঈদের নামাজ সম্পন্ন হয়েছে।
এ ব্যাপারে তেতুলিয়া মডেল থানা অফিসার ইনচার্জ ওসি মুসা মিয়া জানান, ঈদের নামাজ নিরাপদে আদায় করার জন্য ঈদমাঠ গুলোতে আইন-শৃঙ্খলা বাহিনী কড়া প্রস্তুতি  গ্রহন করেছে।
তেতুলিয়া সদর ইউনিয়ের রনচন্ডি ঈদগা মাঠ কমিটির সভাপতি মোঃ নাইবুল ইসলাম বলেন পবিত্র  ঈদুল ফিতর উপলক্ষে রনচন্ডি ঈদগা মাঠ   নামাজ আদায়  হয়েছে।
এখানে ২১ টি সমাজ ৮ টি গ্রাম মিলে পবিত্র ঈদের জামাত হয়। ঈদের জামাতের জন্যে সরকারি কোন অনুদান কমিটি পাইনি।
ঈদগাঁ কমিটির সহ সভাপতি রনচন্ডি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ ইদ্রিস আলী দেশের ধর্মপ্রান মানুষদের শুভেচ্ছা জানান। সে সময়ে ঈদগাঁ কমিটির সদস্য তোফায়েল হক বুলন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও জেলার  রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এর কর্মকর্তা,, রনচন্ডি ডেমগছ গ্রামের বাসিন্দা  বলেন ঈদ মানেই আনন্দ। এ আনন্দ ব্যক্তিকেন্দ্রিক না হয়ে সর্বজনীন করার বার্তা দিয়েছেন মহান সৃষ্টিকর্তা। আর ঈদুল আজহা মানেই ত্যাগের উৎসর্গ। ধর্মপ্রাণ মুসলমানরা পশু কোরবানি করে তার মনের পরিশুদ্ধিতা অর্জন করবেন।
তেতুলিয়া উপজেলার রনচন্ডি ঈদ মাঠে নামাজে ঈমামতি করেন দেবনগর মাগুর মারি মাদ্রাসার শিক্ষক মাওলানা মফিজুর রহমান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102