বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন

ওয়েলসের রাজধানী কার্ডিফে

যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ উল আযহা উদযাপিত

সাজেল আহমেদ
  • খবর আপডেট সময় : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ৪৪ এই পর্যন্ত দেখেছেন

বছর ঘুরে প্রতিটি ঈদ আমাদেরকে শুধু অনাবিল আনন্দই দেয় না, মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করার পাশাপাশি সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে।

আত্মত্যাগ ও বিসর্জনের মহান বার্তাকে বুকে লালন করে গত শুক্রবার ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের মুসলিম কমিউনিটি  বিপুল উৎসাহ উদ্দীপনায়,ও যথাযোগ্য মর্যাদায় আর ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পবিত্র ঈদ উল আযহা উদযাপন করা হয়েছে।

কার্ডিফের শাহ্‌ জালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারেল সেন্টারে সকাল ৮টায় অনুষ্ঠিত ১ম জামাতে ইমামতি করেন মসজিদের ঈমাম ও  খতীব মাওলানা কাজি ফয়জুর রহমান এবং সকাল ৯.৩০ মিনিটে  দ্বিতীয় জামাতের নামাজ ইমামতি করেন হাফিজ মাওলানা  মিফতাউর রহমান কামিল।

রিভারসাইড জালালিয়া মসজিদ এন্ড ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে সকাল ৮টায় অনুষ্ঠিত ১ম জামাতে ইমামতি করেন মসজিদের খতীব মাওলানা আব্দুল মোক্তাদির ও সকাল ১০টায় অনুষ্ঠিত ২য় জামাতের নামাজে ঈমামতি করেন হাফিজ মাওলানা জালাল উদ্দিন।

খোতবা পূর্ব আলোচনায় ইমামগণ ঈদ উল আযহা আত্মত্যাগের মহিমায় ভাস্বর, মূলত মহাণ আল্লাহু রাব্বুল আলামিনের  নৈকট্য ও সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে আত্মকুরবান করার চেতনা জাগ্রত করে বলে উল্লেখ করেন।

শাহজালাল মসজিদ কমিটির চেয়ারম্যান আব্দুল মুমিন ও সাধারণ সম্পাদক দেওয়ান মাসকুর আহমেদ চৌধুরী টুটুল, জালালিয়া মসজিদের চেয়ারম্যান লিলু মিয়া ও সেক্রেটারি মুহিবুর ইসলাম মায়া সহ অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে ঈদ এর শুভেচ্ছা জানিয়ে বলেন, উভয় মসজিদ প্রতিষ্টাকাল থেকে আজাবধি যারা অর্থ, সময় ও শ্রম দিয়ে অক্লান্ত পরিস্রম করেছেন যাদের কারনে আমরা এত সুন্দর মসজিদ পেয়েছি অনেক আমাদের মাঝে নেই তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও মহান আল্লাহ্‌ যেনো তাদেরকে জান্নাতবাসী করেন এবং যারা জীবিত আছেন তাদের সুস্বাস্থ্য ও দীঘায়ু কামনা করে সবার নিকট দোয়া চেয়েছেন। উভয় মসজিদের ইমাম ও খতীবগন দোয়ার মাধ্যমে মুসলিম উম্মার সূখ শান্তি ও সমৃদ্ধি  কামনা সহ বাংলাদেশের শান্তি কামনা  করেছেন।

এদিকে ইউকে বিডি টিভির চেয়ারম্যান, ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় ফাউন্ডার্স কনভেনর  কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর সহ অন্যান্য কমিউনিটি নেতৃবৃন্দ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদুল আজহা মানুষকে শান্তি, ত্যাগ ও সাম্য শেখায়। মুসলমানরা কুরবানিকৃত পশুর মাংস নিডি আত্মীয়স্বজন ও দুঃস্থদের মধ্যে বিলিয়ে দিয়ে সবাইকে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করার মানসে  এর ত্যাগের মহিমা আমাদেরকে আরও উদার ও মানবিক হতে শিক্ষা দিবে। ঈদ-উল-আজহার ত্যাগ ও উৎসর্গের মধ্য দিয়ে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করবো এবং পরস্পরের নৈকট্যে আসবো বলে প্রত্যাশা সহ ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ত্যাগ, আত্মশুদ্ধি, সৌহার্দ্য ও সম্প্রীতি ছড়িয়ে পড়ুক-এ হোক ঈদের চাওয়া।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102