বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন

পঞ্চগড়ে বিদ্যুত স্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

পঞ্চগড় সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৩০ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় সদরের ধাক্কামারা ইউনিয়নের ফকিরেরহাট এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও একজন।
বুধবার (৪ জুন) সকালে ফকিরেরহাট এলাকায় ভুট্টাক্ষেতে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- ধাক্কামারা ইউনিয়নের বেংহাড়ি পাড়া গ্রামের সপিজুল ইসলামের ছেলে জামিদুল (১৮), লিয়াকত আলীর ছেলে শাহিন (৪০) ও শফিউল ইসলামের ছেলে রব্বানি (৩০)।
স্থানীয়রা জানায়, সকালে স্থানীয় এক ব্যক্তির ভুট্টাক্ষেতে ভুট্টা তোলার কাজ করছিলেন তারা। এ সময় অসাবধানতাবশত আগে থেকে ছিড়ে মাটিতে পড়ে থাকা একটি বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় জামিদুল, শাহিন, রব্বানি ও জয় (২২)। ঘটনাস্থলে জামিদুল মারা গেলেও, স্থানীয়দের সহায়তায় বাকিদের দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাহিন ও রব্বানিকে মৃত ঘোষণা করেন। আহত জয়কে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে নেয়া হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আরএমও আবুল কাশেম জানান , সকাল ১০টায় বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় ৩ জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুইজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আর একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান , এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102