বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৯:২৩ অপরাহ্ন

প্রচারণার অভাবে

তেতুলিয়ায় দর্শনার্থী বিহীন দায়সাড়া মেলা

তেঁতুলিয়া সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৪৭ এই পর্যন্ত দেখেছেন
Exif_JPEG_420
পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলায় দায়সারাভাবে আয়োজন করা হয়েছে নাম মাত্র মেলা নেই উদ্যোক্তা ও দর্শনার্থী। স্থানীয় উদ্যোক্তাদেরকে নিয়ে মেলার আয়োজনের কথা বলা হলেও কার্যত মেলার বেশিরভাগ স্টলই রয়েছে খালি। ফলে বাইরের উদ্যোক্তাদেরকে দিয়ে পুরণ করার চেষ্টা করা হচ্ছে স্টলগুলো।
তেতুলিয়া উপজেলা পরিষদ  চত্বরে সোমবার (২ জুন) আয়োজন করা হয় ২ দিন ব্যাপী এ প্রদর্শনীর কথা বলা হলেও  দুই দিনের মেলা একদিনেই শেষ  ফলে মেলা কতটুকু উদ্যোক্তাদের স্বপ্ন পুরণ করবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন জনসাধারণ।
সরজমিন মেলাস্থল ঘুরে দেখা যায়, চত্বর জুড়ে মোট ৭ টি স্টল সাজানো হয়েছে। এরমধ্যে ৫ টিতে উদ্যোক্তারা বসেছেন। বাকীগুলো খালি পরে আছে। এই মেলার জন্য বড় ধরণের বরাদ্দ থাকলেও আয়োজকরা যেনতেনভাবে মেলার আয়োজন করেছেন।প্রচার-প্রচরাণার অভাব উদ্যোক্তাদের অংশগ্রহনের আশানুরুপ হয়নি বলে মেলায় রয়েছে শূন্য স্টল।
দুই দিনব্যাপী তেঁতুলিয়ায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার প্রদর্শনীর উদ্বোধন করা হলেও একদিনের মধ্যেই দ্রুত শেষ করতে দেখা যায় এটি।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর বাস্তবায়নে সকালে উপজেলা হলরুমে অতিথি হিসেবে সেমিনার ও প্রদর্শনীর উদ্বোধন করেন প্রশাসন বিভাগের উপ- পরিচালক বেনজির আহম্মেদ। উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু’র সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার আলামিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী।
সোমবার (২ জুন)  তেতুলিয়া উপজেলা নির্বাহী  অফিসার  আফরোজ শাহীন খসরু  এ ব্যাপারে জানান,  দুপুরে খাবার সময় তাই  প্রদর্শনীতে মানুষ জন এ শিক্ষার্থী কম ছিল।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102