বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন

মানব কল্যাণে ধম্মকথা’র আহ্বায়ক কমিটি গঠিত

অভি বড়ুয়া
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৪২ এই পর্যন্ত দেখেছেন
একঝাঁক স্বপ্নবাজ তরুণের তারুণ্যে ভরপুর চিন্তাচেতনা ও মানবিক কার্যক্রম আরো গতিশীল করতে মানব কল্যাণে ধম্মকথা’র পতাকাতলে একত্রিত হয়ে রবিবার (১ জুন) ধম্মকথা’র অস্থায়ী কার্যালয় চট্টগ্রাম নগরীর নাসিরাবাদস্থ জাহানারা মঞ্জিলে সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের প্রধান সমন্বয়কারী অভি বড়ুয়ার সভাপতিত্বে সংগঠনের কার্য‍্যক্রমকে গতিশীল করতে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
সভায় সর্বসম্মতিতে আহবায়ক অন্তু বড়ুয়া, যুগ্ম আহবায়ক শ্রাবন বড়ুয়া আকাশ (রাঙ্গামাটি), একান্ত বড়ুয়া (রাঙ্গুনিয়া), অর্পন বড়ুয়া (রাউজান), তৃষা বড়ুয়া (হাটহাজারী),  অশ্মি বড়ুয়া (ফটিকছড়ি),  তমাল বড়ুয়া (চট্টগ্রাম মহানগর,  অর্নব বড়ুয়া (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), সদস্য সচিব সন্তুু বড়ুয়া, অর্থ সচিব মনিষা বড়ুয়া মম, সদস্য যথাক্রমে সুস্ময় বড়ুয়া (রাঙ্গামাটি), অন্তু বড়ুয়া (চট্টগ্রাম মহানগর),  আপন বড়ুয়া (রাউজান),  তিলক বড়ুয়া (হাটহাজারী), হৃদিতা বড়ুয়া (রাউজান), বিজয় বড়ুয়া (রাঙ্গামাটি), শুভ বড়ুয়া (জাপান প্রবাসী), সাগর বড়ুয়া (ফ্রান্স), নিউটন বড়ুয়া (ওমান), বিজয় বড়ুয়া (ওমান), সুমেধ বড়ুয়া (রাউজান) কে মনোনীত করা হয়েছে।
মনোনীত আহ্বায়ক কমিটি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানব কল্যাণে কাজ করার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102