রবিবার বিশ্ব মা দিবস । জন্মদাত্রী মা, যার কল্যাণে পৃথিবীতে আলোর মুখ দেখা হয় সন্তানের, সেই মায়ের স্মরণে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার ‘বিশ্ব মা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।
রবিবার (১১ মে) দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার, মোহাম্মদপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের গোধূলি বৃদ্ধাশ্রমে আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে আর্ন এন্ড লিভের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা জেসমিন জেসির তত্ত্বাবধায়নে বৃদ্ধ মা-বাবাদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়।
আর্ন এন্ড লিভের প্রতিনিধিরা চাল, ডাল,তেল, লবন,মাংস,মাছ,ডিম,সবজি নিয়ে বৃদ্ধাশ্রমে হাজির হতেই বসে আনন্দের হাট। কেউ মেঝে শুয়ে আছেন, কেউ পা গুটিয়ে আপন খেয়ালে দোল খাচ্ছেন, কেউ জানালার ফাঁকে উদাস চোখে আলোর দিকে তাকিয়ে আছেন, আবার অনেকেই একই সঙ্গে বসে গল্প করছেন। দেখলে মনে হবে অদৃশ্য স্বজনদের হারানো ভালোবাসা যেন নতুন করে খুঁজে পেয়েছেন তারা।
ষাট থেকে সত্তর উর্ধ্বে এ সব বৃদ্ধা মা-বাবা মধ্যাহ্নভোজের মাধ্যমে আর্ন এন্ড লিভের টিমের সাথে শুনালেন তাদের না বলা অনেক কথা, যার বেশির ভাগই কষ্ট আর বেদনার যন্ত্রনা।
দুপুরের খাবার শেষে জোৎস্না বেগম বলেন, ২ বছর ধরে এখানে আছি, বহুদিন আগত কিছু তোমার মতো লোক আসিয়া ভালো খাওয়াইছিল, আর এরকম গোস্ত-মাছ-ডিম একসাথে খাওয়া হয়নাই। আজ এত সুন্দর খাবারের আয়োজন পেয়ে খুব খুশি।
সেচ্ছাসেবী ওমর ফারুক বলেন, আর্ন এন্ড লিভ আজকে মা দিবস উপলক্ষে গোধূলী বৃদ্ধাশ্রমে যে খাবারের আয়োজন করেছে। এটি সত্যিই প্রশংসনীয় কাজ, এখানে আশ্রয় নেয়া বৃদ্ধ মা-বাবারা তৃপ্তি সহ মাছ-মাংস, ডিম, ডাল সবজি লেবু শশা দিয়ে তৃপ্তি সহকারে ভাত খেতে পেরেছে। আমরা চাই আর্ন এন্ড লিভ এই কার্যক্রম অব্যাহত রাখুক।
আর্ন এন্ড লিভের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসি বলেন, আমার বাবা-মা দুনিয়াতে বেঁচে নাই। আজকে আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে গোধুলি বৃদ্ধাশ্রমে ভালো খাবার দিয়েছি, আমার বৃদ্ধ মা-বাবারা তৃপ্তি সহকারে খেয়েছে। আমি যখন কারো জন্য কিছু করার চেষ্টা করি, তখন আমার হৃদয়ের মধ্যে এক প্রশান্তির ঢল বয়ে যায়।
বৃদ্ধাশ্রমে আশ্রয় নেয়া অবহেলিত মানুষের সঙ্গে তাদের সুখ-দুঃখের গল্প শোনার সুযোগ হয়েছে। তাদের দুঃখের ভাগীদার হতে পেরে অন্যরকম এক মানসিক তৃপ্তি কাজ করছে।
ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন আয়োজন চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে এবং আরও মানুষকে এই উদ্যোগে যুক্ত করার আহ্বান জানাচ্ছি। সমাজে অবহেলিত বৃদ্ধদের প্রতি ভালোবাসা, যত্ন এবং মানবিক সহানুভূতি প্রকাশ করছি।