সোমবার, ২৩ জুন ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন

বনবিভাগের সহায়তায়

পঞ্চগড় সীমান্তে নীলগাই উদ্ধার

পঞ্চগড় সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৩৩ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড়ের সীমান্ত থেকে আহত একটি নীলগাই উদ্ধার করেছে বন বিভাগ। রোববার (১১ মে) দুপুরের পর পঞ্চগড় সদরের গড়িনাবাড়ীর সীমান্তবর্তী সরকারপাড়া থেকে নীলগাইটি উদ্ধার করে। এর আগে একটি ভুট্টাক্ষেতে নীলগাইটি দেখতে পেয়ে আটকে রাখে স্থানীয়রা।
বন বিভাগ ও স্থানীয়রা জানায়, সরকারপাড়ার একটি ভুট্টাক্ষেতে নীলগাই দেখার পর বন বিভাগে খবর দেওয়া হয়। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা নীলগাইটি উদ্ধার করে। এ সময় নীলগাইটির পা এবং শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়।
সরকারপাড়ার জয়নুল হক ও কাচ্চু মিয়া জানান, আমার ভুট্টাক্ষেতে নীলগাইটি লুকিয়ে ছিল। আহত হওয়ায় কারণে বাইরে বের হতে পারছিল না। পরে সবাই মিলে পশুটিকে ধরে মাথায় পানি দিই। প্রাণীটার শরীরে কাটা দাগ আর ক্ষত ছিল।
পঞ্চগড়ের বনবিভাগের কর্মকর্তা হরিপদ দেবনাথ বলেন, খবর পেয়ে আমরা নীলগাইটি উদ্ধার করি। সীমান্তের কাঁটাতারের বেড়ার ফাঁক গলিয়ে ভারত থেকে আসার সময় শরীরে আঘাতপ্রাপ্ত হয় নীলগাইটি।  প্রাণিসম্পদ বিভাগের সহায়তায় নীলগাইটি সুস্থ করার চেষ্টা চলছে। পুরোপুরি সুস্থ হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102