রবিবার, ১১ মে ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন

চীন সরকার প্রস্তাবিত একটি হাসপাতাল মৌলভীবাজারে স্থাপনের দাবি

মৌলভীবাজার ওয়েলফেয়ার এন্ড এড্যুকেশন ট্রাষ্ট ইউকের সেমিনার ও ডিনার পার্টি অনুষ্ঠিত

সাজেল আহমদ
  • খবর আপডেট সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৩ এই পর্যন্ত দেখেছেন

লন্ডনে মৌলভীবাজার ওয়েলফেয়ার এন্ড এড্যুকেশন ট্রাষ্ট ইউকের সেমিনার ও ফান্ডরেইজিং ডিনার  বৃটেনের বিভিন্ন শহর থেকে আগত নানা শেণি পেশার বিশিষ্টজনদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি কমিউনিটি লিডার  আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে এবং  ট্রাষ্টের ডিরেক্টর এম এ মালিক ও   ডিরেক্টর  মোহাম্মদ সাহিদুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে  নিউহাম কাউন্সিলের মেয়র  রহিমা রহমান, কেমডেন কাউন্সিলের  মেয়র  সমতা খাতুন, বিশিষ্ট ব্যবসায়ী জালাল উদ্দিন, ব্রিটিশ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সাইদুর রহমান রেনু, চেম্বার অফ কমার্সের ডিরেক্টর শাহানুর খান, ইউকে বি সি এর সভাপতি ওলি খান, সাবেক মেয়র কাউন্সিলর পারভেজ আহমদ, সাবেক মেয়র গোলাম জিলানী চৌধুরী জেবু, বিবি সি এ এর সভাপতি তফজ্জুল মিয়া, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে কনভেনর  সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, বিশিষ্ট ব্যাবসায়ী সাইফুর রহমান বাবুল, কাউন্সিলার মুজিবুর রহমান জসিম, কাউন্সিলার রিতা বেগম, একাটুনা ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান ওয়াদুদ আলম, সাবেক ছাত্রনেতা আহমেদ হাসান, ব্যাবসায়ী তারাউল ইসলাম, আব্দুল মোছাব্বির, সৈয়দ সুরুক আলী, মামুন কবির চৌধুরী, এস এ রহমান মধু,  রুহুল আমিন রুহেল, ও মোস্তফা কামাল বাবলু বক্তব্য রাখেন।

ডিনারপার্টি শেষে মৌলভীবাজার ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাষ্টের  ডিরেক্টর  মরহুম ফয়জুর রহমান কয়সর, ডিরেক্টর গোলাম আবু  সালেহ  সোয়েব এ সুলতান আলীর আত্মার মাগফেরাত  কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি মাহমুদ আলী লংলী।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে সুচিন্তিত মতামত ব্যাক্ত করেছেন সাংবাদিক জয়নাল ইসলাম,  সৈয়দ মাজেদ আলী টুনু, আলহাজ্ব লিলু মিয়া, শেখ জাহেদুর রহমান, আব্দুল হাফিজ বক্কর,  জয়নাল উদ্দিন শিবুল, জুয়েল চৌধুরী, নজরুল ইসলাম তরফদার ফারুক,পলাশ আহমদ, আমিনুল ইসলাম বেলাল,  মতিউর রহমান সালেহ, শাহ শাফি কাদির, আজিজুল আম্বিয়া, সাব্বীর করিম, হেনা বেগম, নজরুল ইসলাম, ময়ুর আলী, এনামুল হক, দোলা মিয়া, মিজানুর রহমান সানি, লিটন চৌধুরী, আজিজুল হক ঝুনু,  রৌশনি খান, শাহিন আহমদ চৌধুরী, আতিকুর রহমান, কাজী জহিরুল ইসলাম মোহিত, আব্দুস সালাম, রৌশনারা খান, আবুল কালাম, আব্দুল মুত্তাকিম কাজল, আব্দুল মালিক, শাহ আব্দুল কাদির, জামাল আহমদ খান, মাইনুদ্দিন খান বাবলু, মোহাম্মদ লাভলু, মোহিদুর রহমান, আবুল হোসেন, ইকবাল আহমদ, ইসফাক চৌধুরী, মোহাম্মদ ওয়ারিস আলী ওলিল সহ সংগঠন এর ডিরেক্টর ও লাইফ মেম্বার বৃন্দ।।

সভায় মাজাদার খাবার পরিবেশন করার জন্য  রেষ্টুরেন্টের স্বত্বাধিকারী তারাউল ইসলাম সহ সকল স্টাফদেরকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।

সভায় সংগঠনের বিগত  দিনের  কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে  বক্তারা উল্লেখ করেন যে, গত ২২ বছর ধরে   মৌলভীবাজার ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউ কে, মৌলভীবাজার জেলায় গরিব ও মেধাবী ছাত্রদের বূত্ত্বি প্রদান করা আসছে তার জন্য ধন্যবাদ জানানো হয়। বিশেষ করে কভিড১৯  সহ বাংলাদেশের বন্যা দুর্যোগ সহ  সময় সময় এই সংগঠন মৌলভীবাজার এর নিডি মানুষদেরকে  অব্যাহত সাহায্য করা সহ আগামী দিনের পথচলায়  এবং মৌলভীবাজার জেলার শিক্ষার উন্নয়ন ও  মানবতার কল্যাণে  সবার সহযোগিতা কামনা করা সহ চীন সরকারের প্রস্তাবিত বাংলাদেশে যে  ৩ টি হাসপাতাল হচ্ছে  তন্মধ্যে একটি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় স্থাপনের জোর দাবি জানিয়েছেন বক্তারা।

পরিশেষে সভাপতি সভাপতি  কমিউনিটি লিডার  আব্দুল আহাদ চৌধুরী  ফান্ডরেইজিং  চ্যারিটি ডিনার পার্টি  সফলভাবে সম্পন্ন করার জন্য  সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে  মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ জেলার উন্নয়ণে ১০ দফা দাবির ক্যাম্পেইনে এগিয়ে যাক ঐক্যের বন্ধনে মৌলভীবাজার জেলাবাসী বিশ্বময় উল্লেখ করে তিনি সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করার জন্য সংগঠন এর আগামী দিনের পথচলায় সবার সহযোগিতা কামনা করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102