মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল রেলস্টেশনে চালকের ভুলে তেলবাহী খালি একটি ট্রেন ঘুরানোর সময় লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। শনিবার (১০ মে) বেলা দেড়টায় শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে এতে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, দুপুরে তেলবাহী একটি খালি ট্রেন ঘুরানোর সময় চালকের ভুলের কারণে ইঞ্জিন বগি লাইনচ্যুত হয়ে পাশে মাটির মধ্যে আটকে পড়ে। এতে অল্পের জন্য রেললাইনের পাশে থাকা বেশ কয়েকটি ঘর দুর্ঘটনা থেকে রক্ষা পায়। তবে এ ঘটনায় কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
দুর্ঘটনাটি স্টেশনের ৩ নম্বর লাইনে ঘটায় মূল লাইনে কোনো প্রভাব পড়েনি এবং যাত্রীবাহী বা অন্যান্য ট্রেন চলাচলে সমস্যা হয়নি। ফলে বর্তমানে সকল ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং উদ্ধার কাজ চলছে।
এ বিষয়ে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন বলেন, আজ দুপুর দেড়টার দিকে তেলবাহী ট্রেনের শুধু ইঞ্জিন বগি লাইনচ্যুত হয়েছে। এঘটনায় কোন ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।স্টেশন মাস্টার জানান, লাইনচ্যুত অয়েল ট্যাংকারটি উদ্ধার করতে কিছুটা সময় লাগবে।