বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ১১:০৫ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয় দলে খেলতে

সিলেটি চার খেলোয়াড়ের পদাঙ্ক অনুসরণ করে ট্রায়ালে আসছেন আরও ১০ ফুটবলার

এম এ আহমদ আজাদ
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২ এই পর্যন্ত দেখেছেন

সিলেটের প্রবাসী ফুটবলারদের নিয়ে ব্যাপক উম্মাদণাচলছে। সর্বত্র এখন ফুটবল নিয়ে আলোচনা। গ্রাম থেকেপাড়া, বাজার চায়ের স্টল গুলোতে ফুটবল বন্ধনা চলছে।বিশ্লেষণ করা হচ্ছে কার কোন আত্বীয় আগামিতে জাতীয়দলে খেলতে আসছেন। এ আলোচনায় বাংলাদেশের মধ্যে রয়েছে সিলেট বিভাগ এগিয়ে। বিশেষ করে যুক্তরাজ‍্য প্রবাসী বেশির ভাগই সিলেটের ফুটবলার বলে জানা গেছে।

 বাংলাদেশ জাতীয় দলে আগামিতে সিলেটি ফুটবলারদের মেলাবসছে। আগামী জুনের ট্রায়ালের আগেই ৪জন জাতীয় দলে সংযুক্ত হচ্ছেন। তার মধ্যে অন্যতম হলেন হামজা দেওয়ান চৌধুরী, কিউবা মিচেল, সামিত সোম ও অনুর্ধ্ব-১৯ জাতীয়দলের আব্দুল কাদের সংযুক্ত হয়েছেন। বাকিরা পাইপলাইনে রয়েছেন।

এখন পর্যন্ত প্রাথমিক ভাবে জানা গেছে, বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলেতে আসছেন আরও ১০ জন সিলেটের প্রবাসী ফুটবলার। বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ডের হামজা চৌধুরীর ইতিমধ্যে জাতীয় দলে অভিষেক হয়েছে। তার বাড়িহবিগঞ্জের বাহুবলের  স্নানঘাট গ্রামে।

 কানাডিয়ান ফুটবলার সামিত সোমও জাতীয় দলেঅভিষেক হচ্ছে শিগরিই তিনি ইতিমধ্যে ফিফার প্লেয়ার্সস্ট্যাট্রাস কমিটির অনুমোদন পেয়েছেন। কানাডিয়ান বাংলাদেশি বংশদ্ভূত ফুটবলার সামিত সোমের বাবার বাড়ি মৌলভী বাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার দক্ষিন উত্তর সুর গ্রামে।
ইংল্যান্ড প্রবাসী ফুটবলার ইংলিশ লীগের ২য় বিভাগেররসান্ডারল্যান্ডের খেলোয়াড় কিউবা মিচেল আসছেন। তার গ্রামের বাড়ি মৌলভীবাজারে রাজনগরে বলে জানা গেছে। ইতালি প্রবাসী আব্দুল কাদির অনুর্ধ্ব ১৯ জাতীয় দলে ইতিমধ্যেই সংযুক্তহয়েছেন। তার বাড়ি সিলেট জেলার বিয়ানি বাজার।

এছাড়া জুনের ট্রায়ালে আসার কথা রয়েছে ইংল্যান্ড প্রবাসী ফুটবলার সিলেটের সামির মিয়া, ইংল্যান্ডের লেস্টারসিটি একাডেমির খেলোয়াড় হবিগঞ্জ জেলার নবীগঞ্জের জাকারিয়া চৌধুরী ও আরেকজন প্রবাসী কারিম হাসান স্মিথ ।করিম বর্তমানে খেলছেন ব্র্যাডফোর্ড পার্ক এভিনিউ ক্লাবের সিনিয়র দলে। এছাড়া ইংল্যান্ডের বাংলার নেইমার খ্যাত ইমান আলম তার বাড়ি সিলেটের বিয়ানি বাজার, আরও আছেন আশিকুর রহমান,  তানিম সালিক, হারুন সালাহ, রিজওয়ান হুসাইন, আরিয়ান আমির, সামির আলী।তাদের পূর্বসূরী হিসেবে সিলেটের ফুটবলার এখন রয়েছেন সাদ উদ্দিন, মাহবুবুর রহমান সুফিল, বিপলু আহমেদ, মাশুক মিয়া জনি, তাজ উদ্দিন ও মতিন মিয়া।

এছাড়া প্রবাসী ফুটবলার আসছেন নাবিদ আহমেদ, ফ্রান্সের ফারহান মাহমুদ, রিফাত খান, যুক্তরাষ্ট্র প্রবাসী আমির সামি, কাতার প্রবাসী নাবিল রহমান, লন্ডনের ইব্রাহীম নেওয়াজ, শেখ আল আমিন ও অস্ট্রেলিয়ার সৈয়দ তায়সির আলমসহ অনেকেই বাংলাদেশে ট্রায়াল দিতে আসছেন। এদের সকলের বাড়ি সিলেটের বিভিন্ন এলাকায় বলে জানা যায়।

সিলেটের হামজা চৌধুরীকে বাংলাদেশে খেলতে আসা দেখে বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী ফুটবলারদের বাংলাদেশের প্রতি আগ্রহ বেড়েছে। তারাও লাল সবুজরংয়ের জার্সিতে খেলতে আসছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102