শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :

শ্রীমঙ্গলে

অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার দায়ে জরিমানা

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৩৪ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে বুধবার (২৩ এপ্রিল) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে ছড়া থেকে বালু উত্তোলন এবং কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে দেড় লাখ টাকা জরিমানা করেছেন।

এসময় উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাংলিয়া ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ইজারাদারকে ১ লাখ এবং কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে আরও এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করে ইজারাদার কর্তৃক মুচলেকা নেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ জানান, শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাংলিয়া ছড়া বালু মহাল এর তফসিল বহির্ভূত মৌজা ও দাগ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইজারাদার মখন মিয়াকে ‘বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০’ মোতাবেক মামলায় ১ লাখ টাকা এবং কৃষি  জমি থেকে মাটি কাটার দায়ে মো. আলম নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযানে মোট দেড় লাখ টাকা অর্থদণ্ড জরিমানা আদায় করা হয়। এছাড়া হাইকোর্টের রায় না পাওয়া পর্যন্ত তফসিলের বাইরে লাংলিয়া ছড়া থেকে বালু উত্তোলন করবেন না মর্মে ইজাদার মুচলেকা দিয়েছেন। একই সাথে অবৈধভাবে উত্তোলিত বালুও জব্দ করা হয়েছে।

অবৈধ বালু উত্তোলন ও কৃষি জমি থেকে মাটি কাটার ফলে পরিবেশ-প্রকৃতির ওপর গুরুতর প্রভাব ফেলছে। এ ধরণের কর্মকাণ্ড বন্ধ করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালানো হবে বলেও জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102