বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
রিকগনেশন অফ বাংলা এ্যাজ এন অফিসিয়াল ল্যাংগুয়েজ অফ দ্যা ইউনাইটেড নেশনস-এর কনফারেন্সে অনুষ্ঠিত মনোয়ারুল ইসলাম সভাপতি ও মমিনুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হাকিকুল ইসলাম খোকন সভাপতি ও হেলাল মাহমুদ সাধারণ সম্পাদক পূণঃ নির্বাচিত সাংবাদিক তমাল ফেরদৌস দুলাল স্মরণে সভা অনুষ্ঠিত এস এ পরিবহন থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ১ রবি’র ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবলার হামজা চৌধুরী পঞ্চগড়ে হিমেল হাওয়ায় শীতের পুর্বাভাস পঞ্চগড়ের নতুন জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান ছাত্রকে বলাৎকারের দায়ে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার যুক্তরাজ্যে ঢাকাদক্ষিণ ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

লন্ডনে শনিবার

গাজায় উচ্চশিক্ষা পুনর্গঠনে আন্তর্জাতিক সম্মেলন

আজিজুল আম্বিয়া, লন্ডন
  • খবর আপডেট সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৬৭ এই পর্যন্ত দেখেছেন

ইসরায়েলি আগ্রাসনে ক্ষতিগ্রস্ত গাজা উপত্যকার উচ্চশিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের লক্ষ্যে “রিবিল্ডিং হাইয়ার এডুকেশন ইন গাজা” Rebuilding Higher Education in Gaza) শিরোনামে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে লন্ডনে।

শনিবার (২৬ এপ্রিল) কিংস কলেজ লন্ডনের লুকাস লেকচার থিয়েটারে ( Lucas Lecture Theatre, Strand Building, King’s College London, WC2R 2ND, London) আয়োজন করা হয়েছে এই সম্মেলন।  দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই ব্যতিক্রমী আয়োজন, যেখানে শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তা খাতে কাজ করা আন্তর্জাতিক বিশেষজ্ঞরা একত্রিত হবেন।

সম্মেলনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন:
যুক্তরাজ্যে ফিলিস্তিন মিশনের প্রধান অ্যাম্বাসেডর হুসাম জোমলট, সিইও রিফিউজি ক্রাইসিস ফাউন্ডেশন ড. খালেদা জহির, পামেড একাডেমি চেয়ার প্রফেসর মাহমুদ লৌবানি, প্রেসিডেন্ট ইউনিভার্সিটি অব প্যালেস্টাইন প্রফেসর জাবর আল-দাউর, রয়্যাল কলেজ অব সার্জনস অব ইংল্যান্ড মি. টিম গুডেকার, প্লাস্টিক সার্জন ভিক্টোরিয়া রোজ,
KCL ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ ইউনিয়ন এর ড. লুসিয়া প্রাডেলা,  ডেন্টাল স্কুল, ইউনিভার্সিটি অব প্যালেস্টাইন এর ডিন ড. নাজি শাত,  হিউম্যান কনসার্ন ইউএসএ এর সিইও মাসুম মাহবুব, প্রথম আলো উত্তর আমেরিকা সম্পাদক ইব্রাহীম চৌধুরী, হেলথ ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন এর সিইও আমিরা নিমারাওই প্রমুখ।

আয়োজকরা এই সম্মেলনের মাধ্যমে গাজা উপত্যকার শিক্ষাখাত পুনর্গঠনে আন্তর্জাতিক সহযোগিতা ও অংশীদারিত্বের এক নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেছেন।

সম্মেলনে অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা “REBUILDGAZA” কোড ব্যবহার করে অনলাইনে বিনামূল্যে টিকিট সংগ্রহ করতে পারবেন। টিকিট সংগ্রহের জন্য ইভেন্ট পোস্টারে থাকা QR কোডটি স্ক্যান করার জন‍্য অনুরোধ জানানো হয়েছে।

ফিলিস্তিনের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার অধিকার রক্ষা ও পুনর্গঠনে এই সম্মেলন হবে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ—এমনটাই আশা আয়োজকদের।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102