

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমানের করার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে সোমবার(২১ এপ্রিল) ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচীতে বক্তারা বলেন, এইচএসসি পাশের পর ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করে তিন বছরের ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে হয়। এরপর এক বছর হাসপাতালে ইন্টার্নশিপ করে মোট চার বছর পরেই নার্সদের এইচএসসি সমমানের সার্টিফিকেট দেয়া হয় যা বৈষম্যপুর্ন। তাই ডিপ্লোমা ইন নার্সকে স্নাতক সমমানের করার যৌক্তিক দাবি আমাদের। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচিতে যেতে আমরা বাধ্য হবো।
কর্মসূচীতে ঠাকুরগাঁয়ের ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিড ওয়াইফারি এর ৪ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।