বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

নবীজীর রওজার পাশে—-কে এম আবুতাহের চৌধুরী

কে এম আবুতাহের চৌধুরী
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৪৬ এই পর্যন্ত দেখেছেন

নবীজীর রওজার পাশে বসে
লিখি আজকের কবিতা,
সারা দুনিয়ায় প্রচার করে যাবো
কুরআন হাদিসের বারতা।

রওজা শরীফের আশে পাশে
সবাই বিভোর এবাদতে ,
কেউবা নামাজের সিজদায় রত
কেউবা কুরআন তেলাওতে।

কেউবা ফেলছে চোখের জল
গোনাহ মোচনের তরে,
কেউবা দুরুদ,সালাম পেশ করছে
মহানবীর পাক দরবারে।

মসজিদে নববীর এমন পরিবেশ
দেখতে যদি সবাই চাও,
বারে বারে রওজা শরীফের পাশে
তাহাজ্জুদের সময় যাও।

নবীজীর শাফায়াত পেতে হলে
ধরো রাসুলের পথ,
দুনিয়া আখেরাতে মুক্তি পাবে
উজ্জ্বল হবে ভবিষ্যৎ।

সোনার মদিনা শান্তির জায়গা
আচানক মানুষের ব্যবহার ,
হাজীদের খেদমত করতে ব্যস্ত
পরিবেশন করে ইফতার।

ক্ষণিকের জীবন হঠাৎ যাবে চলে
ভুল সংশোধনের সময় নাই,
আল্লাহর ভয়ে শপথ নিতে হবে
কবরে হাশরে সুখ চাই।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102