

নবীজীর রওজার পাশে বসে
লিখি আজকের কবিতা,
সারা দুনিয়ায় প্রচার করে যাবো
কুরআন হাদিসের বারতা।
রওজা শরীফের আশে পাশে
সবাই বিভোর এবাদতে ,
কেউবা নামাজের সিজদায় রত
কেউবা কুরআন তেলাওতে।
কেউবা ফেলছে চোখের জল
গোনাহ মোচনের তরে,
কেউবা দুরুদ,সালাম পেশ করছে
মহানবীর পাক দরবারে।
মসজিদে নববীর এমন পরিবেশ
দেখতে যদি সবাই চাও,
বারে বারে রওজা শরীফের পাশে
তাহাজ্জুদের সময় যাও।
নবীজীর শাফায়াত পেতে হলে
ধরো রাসুলের পথ,
দুনিয়া আখেরাতে মুক্তি পাবে
উজ্জ্বল হবে ভবিষ্যৎ।
সোনার মদিনা শান্তির জায়গা
আচানক মানুষের ব্যবহার ,
হাজীদের খেদমত করতে ব্যস্ত
পরিবেশন করে ইফতার।
ক্ষণিকের জীবন হঠাৎ যাবে চলে
ভুল সংশোধনের সময় নাই,
আল্লাহর ভয়ে শপথ নিতে হবে
কবরে হাশরে সুখ চাই।