মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ সংবর্ধিত

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৯৮ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁওয়ে দেশবরেণ্য শিক্ষাবিদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহকে ইএসডিও’র পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) রাতে শহরের গোবিন্দনগরস্থ ইএসডিও’র প্রধান কার্যালয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উন্নয়ন সংস্থা ইএসডিও’র আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন দেশবরেণ্য শিক্ষাবিদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ, ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ড. এএসএম আমানুল্লাহর সহধর্মীনি বেগম মাহফুজা আমান, ইএসডিও’র পরিচালক (প্রশাসন) ও ইকো কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রংপুর অঞ্চলের উপ পরিচালক (ভার:) মো: আখতারুজ্জামান সাবু, দৈনিক লোকায়ন পত্রিকার সম্পাদক মো: সাকেরুল্লাহ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মো: আবু বক্কর সিদ্দিকসহ সংস্থার কর্মকর্তা ও কর্মচারীগণ।

এর আগে অনুষ্ঠানের শুরুতেই ইকো পাঠশালা এন্ড কলেজের রজতজয়ন্তী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আগমন উপলক্ষে দেশবরেণ্য শিক্ষাবিদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ ও তার সহধর্মীনি বেগম মাহফুজা আমানকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। তাকে উত্তরীয় পরিয়ে দিয়ে সম্মাননা ক্রেস্ট ও প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যাগ তুলে দেন সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ও ইএসডিও’র পরিচালক (প্রশাসন) ও ইকো কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার। পরে একটি মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

শনিবার ঠাকুরগাঁও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইকো পাঠশালা এন্ড কলেজের রজতজয়ন্তী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী ও অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102