মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন

হরিপুরে জমি দখল নিয়ে সংঘর্ষ ॥ জানমাল রক্ষায় ১৪৪ ধারা জারি

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১০৮ এই পর্যন্ত দেখেছেন

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও জেলার হরিপুরে গেদুড়া কিশমত গ্রামে জমি দখল করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ এবং বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শান্তিশৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া বলেন, আমগাঁও কিশমত গ্রামে বিবাদমান জমি দখলকে কেন্দ্র করেমাহাতাব ও আব্দুস সালাম পক্ষের মধ্যে শুক্রবার বেলা সাড়ে১১টার দিকে সংঘর্ষ বাধে। এতে দুপক্ষের কমপক্ষে ১০ থেকে ১২জন আহত হন। আহতরা ঠাকুরগাঁও জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। সংঘর্ষ চলাকালে দুপক্ষের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।সংবাদ পেয়ে হরিপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলেগিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়।

হরিপুর উপজেলা নিবাহী অফিসার আরিফুজ্জামান বলেন, দুপক্ষের আক্রমণাত্মক অবস্থানে রয়েছে এবং চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় জানমালের ক্ষয়ক্ষতি আশঙ্কারয়েছে। সে কারনে জানমাল রক্ষা ও শান্তিশৃঙ্খলা রক্ষার স্বার্থেগে দুডা কিসমত এলাকা ও আটঘরিয়া বাজারে ১৪৪ ধারা জারিকরা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102