গাজায় ইসরাইলী বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী “নো ওয়ার্ক-নো স্কুল” কর্মসূচীকে সমর্থক জানিয়ে হবিগঞ্জ জেলার বিভিন্ন সংগঠন বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। এসময় ঢাকা সিলেট মহাসড়ক প্রায় ১ ঘণ্টা অবরোধ করে রাখা হয়। অবরোধকালে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় বাহুবল উপজেলার মিরপুর এলাকায় এ অবরোধ করে সম্মিলিত ছাত্র জনতা।
এর আগে হবিগঞ্জ আদালত চত্বরে আইনজীবী সমিতির ব্যানারে কর্মবিরতি করে বিক্ষোভ করা হয়েছে। এসময় বক্তারা বলেন- ফিলিস্তিনের নারী ও শিশুকে যেভাবে হত্যা করা হচ্ছে সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত গণহত্যা। অনতিবিলম্বে গাজায় হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে এবং ইসরায়েলকে গণহত্যার অপরাধে আন্তর্জাতিক বিচারের মুখোমুখি দাড় করাতে হবে।
এছাড়া শহরের কোর্ট মসজিদ এলাকায় খন্ডখন্ড মিছিল নিয়ে জড়ো হন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। এসময় “ফিলিস্তিন জিন্দাবাদ- ইসরায়েল নিপাত যাক” নেতানিয়াহুর ফাঁসির দাবিসহ বিভিন্ন প্লে-কার্ড ও ফেস্টুন নিয়ে কয়েক হাজার মানুষ জড়ো হয়।
অপরদিকে জেলার নবীগঞ্জ, বানিয়াচং, চুনারুঘাটসহ বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।