শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মাধবপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ পঞ্চগড়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নবিজুল ইসলাম সমাহিত বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ওয়েলস আওয়ামী লীগের উদ্দ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের যা করার দরকার তা আমরা করব পার্বত্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ থানা শ্রীমঙ্গল উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে পালিত হলো বাংলা নববর্ষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ দূতাবাস ব্রাসিলিয়ায় বাংলা নববর্ষ উদযাপিত

অস্ট্রেলিয়ায়

যথাযোগ্য মর্য্যাদায় জাতির জনকের ১০৫তম জন্ম দিবস উদযাপিত

হাকিকুল ইসলাম খোকন
  • খবর আপডেট সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৩২ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম শুভ জন্মদিন উপলক্ষে ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের প্যরামাটা কেম্পাসে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুস্প স্তবক অর্পন, আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

বিশিষ্ট গবেষক, লেখক ও কলামিস্ট কাইউম পারভেজের সভাপতিত্বে ও মাকসুদুর রহমান সুমন চৌধুরীর সঞ্চালনায় বিপুল সংখক মুজিব আদর্শের সৈনিকদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠিত হলো মহান নেতা, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠান।

অনুষ্ঠানের প্রথম পর্বে ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের প্যরামাটা কেম্পাসে অবস্থিত বঙ্গবন্ধুর ভাস্কর্যস্থলে শ্রদ্ধা জানাতে বিপুল সংখক নেতাকর্মী পুস্পস্তবক অর্পন, আলোচনা ও স্লোগানে স্লোগানে মুখরিত হয় বিশ্ববিদ্যালয় কেম্পাস।

সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন বিশিষ্ট গবেষক, লেখক ও কলামিষ্ট ড. কাইউম পারভেজ, বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মোল্লা,  চট্রগ্রাম সিটি কলেজের সাবেক ভিপি ও জিএস ইফতেখার উদ্দীন ইফতু, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের চরমপত্ররে পাঠক এম আর আখতার মুকুলের সুযোগ্য কন্যা কবিতা পারভেজ, আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক আনিসুর রহমান রিতু, অস্ট্রেলিয়া ছাত্রলীগের সাবেক সভাপতি ও গোপালগন্জ এসোসিয়েশান অফ অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক মঈদুজ্জামান সুজন, গোপালগন্জ এসোসিয়েশন অফ অস্ট্রেলিয়ার সভাপতি ও আওয়ামীলীগ নেতা পল সি মধু প্রমুখ।

পরবর্তীতে বিকেল ৬ টায় মুল অনুষ্ঠানের আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলের জন্য বিপুল সংখক মুজিব আদর্শের সৈনিকরা লাকেম্বার ধাঁণসিড়ি রেস্তোরার হল রুমে সমবেত হয়। সকল মুজিব আদর্শের সৈণিকরা একই কাতারে বসে মজাদার ইফতার করেন। ইফতার পরবর্তী নামাজের বিরতির পর মুল অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাবিব হাসান টুলু হুজুর।

সভাপতির বক্তব্যে ড. কাইউম পারভেজ মহান নেতা বঙ্গবন্ধুর জীবনের আদর্শ ও একজন মানুষ হিসেবে কেমন ছিলেন তার উপর বিষদ আলোচনা করেন।

প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন মোল্লা তার বক্তব্যে বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং আশাবদ ব্যাক্ত করেন যাতে জননেত্রী শেখ হাসিনা সুস্থতার সহিত যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে ফিরে এসে সুস্থ ধারার রাজনীতিতে ভুমিকা রাখতে পারেন।

বিশেষ অতিথির বক্তব্যে চট্রগাম সিটি কলেজের সাবেক নির্বাচিত ভিপি ও জিএস ইফতেখার উদ্দীন ইফতু উল্লেখ করেন বর্তমান আওয়ামীলীগের এই দুঃসময়ে ঐকের বিকল্প নেই, ঐক্য হতে হবে আদর্শের ভিত্তিতে।

বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিমা বেগম উল্লেখ করেন যে বা যারা সিডনি বাঙালি কমিউনিটি ইনক এর ঈদ এক্সিবিশান নিয়ে মিথ্যা অপপ্রচার চালিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং তা ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে সকলের প্রতি উদার্থ আহবান জানান।

অস্ট্রেলিয়া আওয়ামীলীগের উপদেষ্টা মুনির হোসাইন ওমরাহ হজ্ব পালনের জন্য সৌদি আরবে অবস্থান করায় অনুষ্ঠানে আসতে পারেনি তাই অডিও বার্তার মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মদিনের শুভেচ্ছা জানান।

অন‍্যান‍্যদের মধ্যে বক্তব্য রাখেন, অস্ট্রেলিয়া আওয়ামীলীগের সভাপতি ড. আবুল হাসনাত মিল্টন, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি আব্দুল জলিল, ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক আবু তারিক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের চরমপত্রের পাঠক ও লেখক এম আর আখতার মুকুলের সুযোগ্য কন্যা কবিতা পারভেজ, অস্ট্রেলিয়া আওয়ামীলীগরে সহ সভাপতি ড. লাভলী রহমান, আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সহ সভাপতি মোস্তাফিজুর রহমান তালুকদার মন্জু, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক নির্মাল্য‌ তালুকদার,
প্রবীন আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এনায়েতুর রহিম বেলাল, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সদস্য বীর মুক্তিযোদ্ধা সাহদাত হোসাইন, অস্ট্রেলিয়া ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অপু সারোয়ার, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার কোষাধ্যক্ষ ও আওয়ামীলীগ নেতা ইন্জিনিয়ার সাজ্জাদ সিদ্দিকী, গোপালগন্জ এসোসিয়েশন অফ অস্ট্রেলিয়ার সভাপতি ও আওয়ামীলীগ নেতা পল সি মধু ,কৃষকলীগ অস্ট্রেলিয়ার সভাপতি শাহ আলম, অস্ট্রেলিয়া আওয়ামীলীগের ক্রিড়া সম্পাদক ও ঘাতক দালাল নির্মূল কমিটি অস্ট্রেলিয়ার সহ সভাপতি রেজাউল হাসান ভূট্রো, সাবেক ছাত্রলীগ নেতা মাইনুল ইসলাম জনি, অস্ট্রেলিয়া ছাত্রলীগ নেতা তাছনিম উদ্দীন ফাহিম, সভ্য সাচী ও সাহেদ জুম্মন প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102