পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার একটি পাথর ভাঙার পয়েন্ট থেকে অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৯ মার্চ) সকালে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের পাগলি ডাঙ্গি এলাকায় আবুল কালাম আজাদের পাথর ভাঙার পয়েন্টে কাজ করার সময় শ্রমিকরা মর্টারশেলটি দেখতে পান। বিষয়টি তারা বিজিবিকে জানালে বিজিবির ১৮ ব্যাটালিয়নের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মর্টারশেলটি নিরাপদে রাখার ব্যবস্থা করেন।
১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম জানান, মর্টারশেলটি বহু পুরানো ও মরিচা ধরা, সম্ভবত এটি ১০ বছর বা তারও বেশি সময় আগের। ধারণা করা হচ্ছে, এটি আমদানি করা ভিনদেশি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে এসেছে।
বাংলাবান্ধা বিওপির ক্যাম্প কমান্ডার আব্দুর রহমান বলেন, ‘ভারত বা ভুটানের সেনাবাহিনী প্রশিক্ষণের সময় এটি ব্যবহার করে থাকতে পারে। বিস্ফোরণের সময় এটি বিস্ফোরিত না হয়ে পাহাড় বা পানিতে পড়ে গিয়েছিল, সেখান থেকে পাথরের সঙ্গে এসে এখানে পৌঁছেছে।