শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মাধবপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ পঞ্চগড়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নবিজুল ইসলাম সমাহিত বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ওয়েলস আওয়ামী লীগের উদ্দ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের যা করার দরকার তা আমরা করব পার্বত্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ থানা শ্রীমঙ্গল উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে পালিত হলো বাংলা নববর্ষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ দূতাবাস ব্রাসিলিয়ায় বাংলা নববর্ষ উদযাপিত

সিনিয়র সাংবাদিক মোঃ শাহজাহান এর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

মৌলভীবাজার সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৪৩ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার প্রেসক্লাবের অন্যতম সদস্য ইউকে বিডি টিভি.কমের বার্তা সম্পাদক ও দৈনিক রূপালী বাংলাদেশ এর নিজেস্ব প্রতিবেদক সিনিয়র সাংবাদিক মোঃ শাহজাহান মিয়া একদল মুখোশ পড়া সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছে।

জানাযায় মঙ্গলবার (১৮মার্চ) রাত সাড়ে ১০টার দিকে মৌলভীবাজার ২৫০শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল জামে মসজিদে তারাবী নামাজ শেষ করার পর পাশে থাকা ওজু খানার ভিতরে এ ঘটনাটি ঘটে। মারাত্বক আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদ থেকে তারাবির নামাজ শেষে তিনি বের হয়ে পাশের ওজু খানায় যান। ওজু খানার সবদিক লোহার গ্রীল দিয়ে আটকানো শুধু পূর্বদিকে প্রবেশের গেইট রয়েছে। ওজু খানায় প্রবেশের পর পুর্ব থেকে উৎ পেতে থাকা ১০-১৫জন কিশোর ও যুবক তার পেছন দিয়ে প্রবেশ করে। শাহজাহানকে মুঠোফোনে ভিডিও কলে ছবি দেখে সন্ত্রাসী দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এসময় শাহজানের আর্ত চিৎকারের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়। তবে হামলাকারীদের মুখে মাস্ক পড়া থাকায় তাদের কেহ চিনতে পারেনি। তবে কি কারণে এ হামলা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

এ ন্যাক্কারজনক হামলায় মৌলভীবাজারে গণমাধ্যমকর্মীদের ক্ষোভ বিরাজ করছে। অনতিবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানানো হয়েছে সাংবাদিকদের পক্ষ থেকে।

এ ঘটনার পর মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো: মাহবুবুর রহমান ও তদন্ত কর্মকতাসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনাকারীদের গ্রেফতারের চেষ্টা ও অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন।

ইউকে বিডি টিভির সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মকিস মনসুর ও এডিটর ইন চিফ ইঞ্জিনিয়ার খায়রুল আলম লিংকন সহ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, জেলার বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকরা সাংবাদিক শাহজাহান এর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদসহ দোষীদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102