মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নে অভিযান চালিয়ে ১.৯৯ একর সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জমির আনুমানিক মূল্য আড়াই কোটি টাকা।
শ্রীমঙ্গলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ এর নেতৃত্বে অভিযানে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার (কানুনগো অ: দা:) মোঃ জসিম উদ্দিন, ভূনবীর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুস শহীদহ উপজেলা ভূমি অফিসের অন্যান্যরা।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের বালিশিরা পাহাড় ব্লক-১ মৌজার ১ নং খাস খতিয়ানের ২৭ নং দাগের ১.৯৯ একর ভূমি দীর্ঘদিন ধরে অবৈধ দখলদাররা দখল করে আনারসসহ বিভিন্ন চাষাবাদ করে ভোগ করে আসছিলো। উদ্ধারকৃত ভূমির আনুমানিক মূল্য আড়াই কোটি টাকা।
শ্রীমঙ্গলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ বলেন, ‘মৌলভীবাজার জেলা জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন স্যারের নির্দেশে আমরা গত রবিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বালিশিরা পাহাড় ব্লক-১ এলাকায় অভিযান পরিচালনা করে ১.৯৯ একর ভূমি উদ্ধার করি। যার আনুমানিক বর্তমান বাজার দর প্রায় আড়াই কোটি টাকা। এর আগেও আমরা বিভিন্ন এলাকা থেকে সরকারি খাস জমি অবৈধ দখলদারদের থেকে মুক্ত করেছি এবং এ ধরণের অভিযান অব্যাহত থাকবে’।