দেশব্যাপী শিশু ও নারী গণধর্ষণ বন্ধ এবং ন্যায় বিচারের দাবীতে শ্রীমঙ্গলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নাগরিক কমিটি শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপি জেলা সার্চ কমিটির প্রতিনিধি নীলয় রশীদ তন্ময়। বিক্ষোভ সমাবেশ শেষে জাতীয় নাগরিক কমিটির নেতা ও কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে।
বিক্ষোভ-মানববন্ধ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ব্যানারসহ উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করে শ্রীমঙ্গলের রক্তদান সমাজকল্যাণ সংস্থার সদস্যরা।
অপরদিকে শ্রীমঙ্গল সরকারি কলেজের সামনে কলেজ ছাত্রদলের ব্যানারেও এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
জাতীয় নাগরিক কমিটির ব্যানারে চৌমুহনা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন টিআইবির সদস্য নীতেশ সূত্রধর, জাতীয় নাগরিক কমিটি শ্রীমঙ্গল উপজেলা শাখার সদস্য মো: ইমরান আহমেদ, ঈশিকা ঈশা, শিক্ষার্থী আব্দুল মোক্তাদির হোসেন, নাফিসা, মোঃ শিবলু, ইরিন জামান ইফতি, রক্তদান সমাজকল্যাণ সংস্থার সভাপতি আজহারুল ইসলাম অনীক, সাধারণ সম্পাদক মোজাহিদূল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক বিষ্ণু হাজরা রাজু প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির সদস্য ইমরান সরকার, নাঈম আহমেদ, আরিফ হোসেন বক্স, কাব্য প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, উপদেষ্টারা নারী, শিশু ও জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন। সারা দেশেই শিশু ও নারী ধর্ষণ বেড়েছে। আমরা আছিয়ার ধর্ষণকারীদের জনসম্মুখে মৃত্যুদন্ড কার্যকর দেখতে চাই। ধর্ষণরোধে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বিধান প্রণয়ন করতে হবে এবং তা দ্রুত কার্যকর করতে হবে।