‘প্লিজ ফরগিভ মি’ এই স্লোগান নিয়ে শ্রীমঙ্গলের একঝাঁক দেশী-বিদেশী বন্ধু-বান্ধবদের উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল।
প্রয়াত বন্ধু-বান্ধব ও মুরব্বিয়ানদের মাগফেরাত কামনা করে প্রতিবার মাহে রমজান উপলক্ষে শ্রীমঙ্গল থানা জামে মসজিদের মুসল্লীদের নিয়ে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়।
দেশী-বিদেশী বন্ধু-বান্ধবদের মধ্যে আজ অনেকেই উপস্থিত থেকে নিজ হাতে ইফতার পরিবেশন করে ৫ শতাধিক রোজদারদের আপ্যায়ন করা হয়েছে।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী।