ছাতকে হাজী হাফেজ মরহুম ময়না মিয়া ও মরহুমা মরিয়ম বিবি ট্রাষ্টের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ছাতক পৌরসভার ৫ নং ওয়ার্ডের লেবারপাড়া মহল্লার ঈদগাহ মাঠ এলাকার ১০০ গরীব পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন ট্রাষ্টের ছাতক প্রতিনিধি আবুল হোসেন। ৩ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি পিয়াজ, ১ কেজি মসুর ডাল, ১ কেজি ছোলা, ১ লিটার তেল প্যাকেট জাত করে বিতরণ করা হয়েছে।
পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আমির আলী বাদশাহ। অনুষ্ঠান পরিচালনা করেন এবং স্বাগত বক্তব্য রাখেন সিলেটস্থ হাজী হাফেজ মরহুম ময়না মিয়া ও মরহুমা মরিয়ম বিবি ট্রাষ্টের প্রতিনিধি আবুল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, লেবারপাড়া জামে মসজিদের মোতাওয়াল্লী রাসেল মাহমুদ, সৈয়দ আহমদ লেচু প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন হাজী আব্দুল গফুর, মাহমুদ আলী, ইলিয়াস মিয়া, সিরাজ মিয়া, আব্দুল কুদ্দুস, মনু মিয়া, জাহাঙ্গীর আলম, সোনা মিয়া, খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, লেবারপাড়া জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা নুর মোহাম্মদ সিদ্দিকী।
উল্লেখ্য হাজী হাফেজ মরহুম ময়না মিয়া ও মরহুমা মরিয়ম বিবি ট্রাষ্ট সিলেট বিভাগের সকল এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ট্রাষ্টের পক্ষ থেকে প্রতি বছর কিছু লোকজনকে ওমরাহ হজ্জ্ব পালন করানো হয়ে থাকে। পবিত্র রমজান, ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ট্রাষ্টের পক্ষে থেকে সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে অসহায় গৃহহীনদের ঘর নির্মাণ ও গভীর নলকুপ স্থাপন করে দেয়া হয়েছে।