সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলায় জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান রেঙ্গা হাজীগঞ্জ বাজারস্থ কিংডম পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় ৮ শতাধিক গরিব অসহায় মানুষের মাঝে বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান ও চশমা সহ ঔষধ বিতরণ করা হয়েছে এবং অপারেশনের জন্য ৬০ জনকে বাছাই করা হয়েছে।
জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারপার্সন রাবেয়া তাহেরা মজিদ এর আয়োজনে এবং ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব আব্দুল মজিদ (লাল মিয়া) এর সভাপতিত্বে ও সমাজকর্মী আব্দুল মোমিন, শিক্ষক মোঃ শাহাব উদ্দিন শিহাব, সাংবাদিক আশরাফুল ইসলাম ইমরান এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত পাঠ করেন রেঙ্গা হাজীগঞ্জ জামে মসজিদের ইমাম মাওলানা ইমদাদুল হক।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার এম এ ছালাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস-সামাদ চৌধুরী জেপি।
উক্ত অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য ও গান পরিবেশন করেন সিলেটের জনপ্রিয় আঞ্চলিক সংগীত শিল্লী, চক্ষু বিশেষজ্ঞ, রেটিনা ও লেজার সার্জন, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মোঃ জহিরুল ইসলাম (অচিনপুরী)।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন কমার্স এন্ড ইন্ডাস্টিজ এর পরিচালক আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন। বেঙ্গলী ওয়াকার্স এসোসিয়েশন, ক্যামডেন, উইকে এর সাবেক সভাপতি আব্দুল গফুর। হাজী আনোয়ার আলী একাডেমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, গ্রেটার সিলেট ইস্ট লন্ডন এর ট্রেজারার মোঃ আবুল মিয়া, আমেরিকা প্রবাসী ফখরুদ্দীন ফখর, দ্বারা মিয়া, গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাওছার আহমেদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সিটিংবন ইসলামিক সেন্টার লন্ডনের প্রিন্সিপাল মাওলানা শহিদুর রহমান মাহমুদাবাদী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আল-আরাফাহ ব্যাংকের ম্যানেজার মোঃ আকুলাকুল মৌলা, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, কেন্দ্রীয় কমিটি’র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান মাহবুবুর রহমান, মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার রুহুল আমিন চৌধুরী, চক্ষু বিশেষজ্ঞ ডা. জিসান, ডা. আব্দুল মান্নান, ডা. মোফাজ্জল হোসেন, প্যারামেডিক্স বদরুল ইসলাম, কাউন্সিলর ফারজানা আক্তার, সহকারী মেহেদী হাসান, সহকারী রঞ্জিত, মাওলানা হুমায়ুন রশিদ জাহেদী, রেঙ্গা হাজীগঞ্জ জামে মসজিদের মোতাওয়াল্লী দেলোওয়ার হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুর রহমান জামাল, যুবনেতা মিফতাউল কবির, যুবনেতা মোঃ আনোয়ার হোসেন উনু, শাহ মোহাম্মদ আব্দুল মুকিত, মঈনুল ইসলাম মঞ্জুর, মোগলাবাজার ইউনিয়ন জামাতের আমীর কামরানুল ইসলাম অপু, সাংবাদিক শেখ সাদিম মিয়া, মতিউর রহমান মতি, সাংবাদিক রাজন আহমেদ, সমাজকর্মী শাকিল মাহমুদ মঈন, শাহজাহান প্রমুখ।
উল্লেখ্য জয়তুন ওয়েলফেয়ার ট্রাষ্টের প্রধান পৃষ্ঠপোষক আব্দুল মজিদ লাল মিয়া ও চেয়ারপার্সন রাবেয়া তাহেরা মজিদ এর অর্থায়নে সিলেট সহ দেশের বিভিন্ন জেলায় নানাবিধ জনহিতকর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই ফ্রি চক্ষু মেডিক্যাল ক্যাম্প আয়োজন করা হয়েছে।