সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৪:০১ অপরাহ্ন

হবিগঞ্জে

কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণে সভা অনুষ্ঠিত

এম,এ আহমদ আজাদ
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩২ এই পর্যন্ত দেখেছেন
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনকল্পে ভূমির স্থান পুনঃবিবেচনার লক্ষ্যে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডমিতে জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমানের সভাপতিত্বে ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় এই অংশীজন সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। এছাড়া অংশীজন সভায় মতামত ব্যক্ত করেন হবিগঞ্জের পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমান, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মোঃ আব্দুল হাই, জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি আবুল ফয়েজ মোঃ খায়রুল ইসলাম, সহকারী পাবলিক প্রসিকিউটর সৈয়দ জাদিল উদ্দিন আহম্মেদ, বাংলাদেশ পরিবেশ আন্দলোন বাপা’র হবিগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদ, প্রবীণ সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক হাজী এনামুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর হবিগঞ্জ জেলা আমীর কাজী মাওলানা মখলিছুর রহমান, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শামসুল হুদা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর হবিগঞ্জ জেলা সেক্রেটারি কাজী মহসিন আহমদ, হবিগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, সাংবাদিক ফজলুর রহমান, মোহাম্মদ নায়েব হোসাইন, শোয়েব চৌধুরী, হাফিজুর রহমান নিয়ন, প্রদীপ দাশ সাগর, শাকিল চৌধুরী, সাইফুদ্দিন জাবেদ, এস এম খোকন, বাপা হবিগঞ্জ জেলা শাখার সেক্রেটারি তোফাজ্জল সোহেল সহ প্রমূখ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ স্কেচ ম্যাপ ও গুগল ম্যাপের সহায়তায় সম্ভাব্য ৭ টি স্থান সম্পর্কে যাবতীয় তথ্য উপস্থাপন করেন। এরপর সমবেত সকলে সম্ভাব্য স্থানগুলো নিয়ে মতামত প্রদান করেন। এবিষয়ে সকলের মতামত লিপিবদ্ধ করা হয়।

জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান বলেন, ‘সকল অংশীজনের মতামত বিবেচনায় নিয়ে ফিজিবিলিটি স্টাডি শেষে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ভূমি চূড়ান্ত করা হবে। এক্ষেত্রে হবিগঞ্জ বাসীর মতামতের প্রাধান্য যেমন দেয়া হবে, এক্সপার্ট ওপিনিয়নের মাধ্যমে একটি আদর্শ বিশ্ববিদ্যালয় হিসেবে যাতে এই বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠতে পারে তেমন ভূমিই নির্বাচন করা হবে’।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102