সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৩:২২ অপরাহ্ন

শ্রীমঙ্গলে ৩৫০ কোটি টাকার বাইপাস সড়ক প্রকল্প অনুমোদিত

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪২ এই পর্যন্ত দেখেছেন

পর্যটননগরী খ্যাত শ্রীমঙ্গল শহরের যানজট নিরসনে ৩৫০ কোটি টাকার বাইপাস সড়ক প্রকল্পের অনুমোদন দিয়েছে অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।গত রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এই প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানান মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। প্রকল্প অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, শ্রীমঙ্গল শহরকে যানজটমুক্ত করতে বাইপাস সড়কের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল। এ প্রকল্প অনুমোদনের ফলে শহরের যানজট নিরসনের পাশাপাশি পর্যটকদের চলাচল আরো সহজ হবে।

জেলা প্রশাসক আরও বলেন, এখন কিছু টেকনিক্যাল কাজ বাকি রয়েছে, যা দ্রুত সম্পন্ন করা হবে। শুধু বাইপাস সড়কই নয়, বৃহত্তর সিলেট অঞ্চলের কৃষি উন্নয়নের জন্য একটি সেচ প্রকল্পও অনুমোদিত হয়েছে। এতে কৃষকরা উপকৃত হবেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।

এসময় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মো. কামাল হোসেন, নাগরিক পরিষদের কেন্দ্রীয় সংগঠক প্রিতম দাশ, ইউপি সদস্য মসুদ আহমেদ প্রমূখ।

সভায় উপস্থিত ছিলেন নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন, সদর ইউপি চেয়ারম্যান মো. দুধু মিয়া, কালাপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মতলিব, সাতগাও ইউপি চেয়ারম্যান দেবাশীষ দেব রাখু, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রহীতা, ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।

শ্রীমঙ্গলের এই বাইপাস সড়ক প্রকল্প বাস্তবায়িত হলে শহরের যানজট উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং ব্যবসা-বাণিজ্যের জন্য আরো সুবিধাজনক পরিবেশ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102