হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে ডাকাতদলের হামলায় মো: মহসিন মিয়া নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার ভোররাত ৪ টার সময় হবিগঞ্জ সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত মহসিন মিয়া (৩৮) শায়েস্তাগঞ্জ ষ্টেশন রোডে অবস্থিত গ্রামীণ টেলিকম এন্ড ইলেকট্রনিক্স এর সত্তাধিকারী ছিলেন। তিনি শায়েস্তাগন্জ ইউনিয়নের নিশাপট গ্রামের মরহুম হাজ্বী আঃ রহিম মাস্টার এর বড় ছেলে।
জানা গেছে, রবিবার দিবাগত রাত প্রায়বারোটার সময় বাড়িতে যাওয়ার সময় ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইলিয়াস মিয়া সহ খবর পান ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতি হচ্ছে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ডাকাতের কবলে পড়েন, ডাকাতরা ইলিয়াসএর সাইকেল , মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় এসময় মহসিন পালিয়ে যাবার সময় ডাকাত দাওয়া দেয়। মহসিন বাড়িতে খবর দেন তারা ডাকাতের কবলে পড়েছে।
এরইমধ্যে চুতুরদিক থেকে লোকজনও পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাত দল পালিয়ে যায়। কিন্তু মহসিনএর খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার আত্বীয় স্বজন সহ এলকাবাসী চতুর্দিকে খোঁজ করতে করতে প্রায় রাত ৪ টার সময় তাকে অজ্ঞান অবস্থায় শায়েস্তাগঞ্জ উপজেলা মাঠের কাছে পড়ে থাকতে দেখা যায়।তাৎক্ষণিকভাবে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।