মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে এসেছে ভারতের ১০৫ মেট্রিকটন চাল

মোঃ খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ২২ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত থেকে তৃতীয়বারের মতো বাংলাদেশে আমদানি করা হয়েছে ১০৫ মেট্রিক টন আতপ চাল।
রোববার (১২ জানুয়ারি) দুপুরে চালগুলো আমদানি করা হয়।
রাতে বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ।
জানা গেছে, বাংলাদেশ থেকে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে সড়কপথে আমদানি-রপ্তানির একমাত্র স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা। এ বন্দরটি দিয়ে সব থেকে বেশি আমদানি করা হয় পাথর। এর মধ্যে রোববার দুপুরে চারটি ভারতীয় গাড়িতে চালের চালান ভারত থেকে বাংলাদেশে আসে।
বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ জানান , রোববার দুপুরে বন্দরটি দিয়ে ভারত থেকে আতপ চাল আমদানি হয়। চালগুলো আমদানি করেছেন চট্টগ্রামের আমদানিকারক প্রতিষ্ঠান সালমা ট্রেডিংয়ের মালিক সামসুল আলম।
এদিকে পঞ্চগড়ের পরিবহন সংশ্লিষ্ট ব্যবসায়ী কামরুল হাসান ও রেজাউল করিম রেজা বলেন, সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স নিরোগ ট্রেডার্সের (সাঈদুর রহমান বাবলু) মাধ্যমে সালমা ট্রেডিংয়ের আমদানিকারক ও মালিক সামসুল আলম চালগুলো আমদানি করেছেন। গাড়ি সল্পতা থাকায় আমদানি করা ১০৫ মেট্রিক টন আতপ চালের মধ্যে রোববার ৬০ মেট্রিক টন চাল বন্দর এলাকা থেকে আমদানিকারকের প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) ৪৫ মেট্রিক টন চালও আমদানিকারকের প্রতিষ্ঠানে পাঠানো হয়।
এর আগে ২৬ নভেম্বর (২০২৪) স্থলবন্দরটি দিয়ে ভারত থেকে চারটি ট্রাকে ১০০ মেট্রিক টন আতপ চাল সিঅ্যান্ডএফ এজেন্ট প্রহর ইন্টারন্যাশনালের (জাহাঙ্গীর আলম) মাধ্যমে আমদানি করে আল আমিন এন্টারপ্রাইজ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান। এরপর ৮ ডিসেম্বর বন্দরটি দিয়ে ভারত থেকে চারটি ট্রাকে ১০০ মেট্রিক টন আতপ চাল সিঅ্যান্ডএফ এজেন্ট প্রহর ইন্টারন্যাশনালের (জাহাঙ্গীর আলম) মাধ্যমে আমদানি করে চট্টগ্রামের প্রতিষ্ঠান সালমা ট্রেডিংয়ের আমদানিকারক ও মালিক সামসুল আলম।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102