মঙ্গলবার (১৪ জানুয়ারি) বাজারপাড়া এলাকায় ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট একাউন্টেন্ট ফারুক আহমেদকে ঘুষ লেনদেনের সময় হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ঠাকুরগাঁও দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক তাহসিন মুনাবীল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাসপোর্ট সমস্যা সমাধানের আশ্বাস দিয়েএক গ্রাহকের কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করেন ফারুক আহমেদ। প্রথম কিস্তি ২০ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় দুদকের একটি বিশেষ টিম তাকে আটক করে।
ভুক্তভোগী মেহজাবিন সরকার পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করেছিলেন। ঘুষ চাওয়ার বিষয়টি তিনি দুদক কে জানালে এই অভিযান পরিচালনা করা হয়।
দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, মো. ফারুক আহমদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার ঘুষ গ্রহণের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনার পর পাসপোর্ট অফিসে সেবা নিতে আস সাধারণ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।অনেকেই বলেন,দীর্ঘদিন ধরে অফিসে ঘুষ ও দুর্নীতির নানা অভিযোগ ছিল, যা এই ঘটনার মাধ্যমে প্রকাশিত হয়েছে।
স্থানীয়রা দুদকের এই অভিযানের প্রশংসা করেছেন এবংভবিষ্যতে এ ধরনের দুর্নীতিবিরোধী কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
উপ পরিচালক তাহাসিন মুনাবীল হক বলেন,“এটি আমাদের নতুন কমিশনের প্রথম অভিযান। একজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আমাদের একটি টিম ওই এলাকায় অবস্থান নেন। একভুক্তভোগীর কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে তাকে পাসপোর্টের সমস্যা সমাধান করে দিবে বলে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা জানান। পরবর্তীতে আজকে দুপুরে টাকা নিতে এলে তাকে আমরা হাতেনাতে আটক করি।তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
উল্লেখ্য, এর আগেও ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, যেটি প্রথমবারের মতো হাতেনাতে ধরার মাধ্যমে প্রমাণিত হলো।