নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান দেশি ও বিদেশি মদসহ দুইজনকে আটক করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারী) নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর গ্রামে সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন আশিকুর রহমান শোভন এর নেতৃত্বে গ্রাম পূর্ব তিমিরপুর অভিযান পরিচালনা করেন।
জানাযায়, শুক্রবার (১০ জানুয়ারী) রাত সাড়ে ১২ ঘটিকার সময় তল্লাশি অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। নিয়মিত টহলের আওতায় সেনাবাহিনীর টহল পরিচালনার সময় গোপন তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন আশিকুর রহমান শোভন এর নেতৃত্বে গ্রাম পূর্ব তিমিরপুর গ্রামে অভিযান চালিয়ে পুর্ব তিমির পুর্ব তিমিরপুর গ্রামের মছব্বির মিয়ার পুত্র মোঃ শফিকুর রহমান (২৯) বাড়িতে অভিযান পরিচালনা করে মোঃ শফিকুর রহমান কে গ্রেফতার করা হয় এবং বিদেশি মদ জব্দ করা হয়।
বিদেশী মদ সিগনেচার বড় ৭৫০এমএল দুই বোতল ছোট দুটি দুইটি সিগনেচার ২৫০ এমএল, রয়েল দুইটি ওয়াল মন্ড ব্র্যান্ড পাঁচ বোতলসহ মোট ১৬ বোতল জব্দ করা হয়। পরে শফিকুর রহমানের তথ্যের ভিত্তিতে নবীগঞ্জ পূবালী ব্যাংকের বিপরীত পাশে গোডাউন থেকে দেশি বিদেশি ১৩শ ৫০ লিটার বাংলা মদসহ রমাকান্ত গোপ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর গ্রামে।
সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন আশিকুর রহমান শোভন এর জানান, তারা গোপন সংবাদের ভিত্তি অভিযান পরিচালনা করেন। পরে আটককৃত ব্যক্তিকে নবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এনিয়ে মামলার প্রস্তুতি চলছে।