মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন

তেঁতুলিয়ায় বিজিবির অভিযানে ৫৫ লাখ টাকার মাদক আটক

মোঃ খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ২৪ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় আল গালিব নামে একটি যাত্রীবাহী বাস থেকে এক কেজি ৬১ গ্রাম কোকেন ও ৭৫ গ্রাম হিরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৭ জানুয়ারি) উপজেলার ভজনপুর এলাকায় বাসে অভিযান চালিয়ে ওই মাদকের চালান জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মুল‍্য ৫৪ লাখ ৫৫ হাজার ১০০ টাকা বলে জানা গেছে।  তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
বিজিবি সূত্র জানায়, তেঁতুলিয়ার বাংলাবান্ধা ইউনিয়ন দিয়ে ভারত থেকে মাদকগুলো বাংলাদেশে আনা হয়। এরপর এক নারীর মাধ্যমে তা যাত্রীবাহী বাসে ঠাকুরগাঁও ও দিনাজপুরে পাঠানো হবে বলে এমন গোপন সংবাদ পাওয়া যায়।পরে মঙ্গলবার দুপুরে ভজনপুর এলাকায় জাতীয় মহাসড়কে চেকপোস্টে অভিযান পরিচালনা করার সময় বাংলাবান্ধা থেকে পঞ্চগড়গামী যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। এ সময় বাসের ভিতরে বাঙ্কারে থাকা একটি ব্যাগ থেকে মাদকগুলো জব্দ করা হয়। এর আগেই বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান ওই নারী।
এ বিষয়ে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মনিরুল ইসলাম  বলেন, ‘উদ্ধার করা কোকেন ও হেরোইন তেঁতুলিয়া থানায় হস্তান্তর এবং পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102