মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে

সিরাজুল আলম খাঁনের ৮৪তম জন্মবার্ষিকী পালিত

হাকিকুল ইসলাম খোকন
  • খবর আপডেট সময় : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ৩০ এই পর্যন্ত দেখেছেন

স্বাধীনতার মহান স্বস্পতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক সিরজুল আলম খানের ৮৪তম জন্মবার্ষিকী যুক্তরাষ্ট্রের ,জ‍্যাকসন হাইটস পালন করা হয়েছে।

দাদা সিরাজুল আলম খান ফাউন্ডেশন বাংলাদেশ, দাদা সিরাজুল আলম খান সপ্ন বাস্তবায়ন পরিষদ বাংলাদেশ এবং জাতীর দাদা সিরাজুল আলম খান অনুসারী পরিষদ বাংলাদেশ এর আয়োজনে অনুষ্ঠিত সিরাজুল আলম খান দাদা ভাইয়ের ৮৪তম জন্মদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান ও জেএসএফ”র সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন এবং পরিচালনা ও উপস্থাপনা করেন সংগঠনের উপদেষ্টা ও বাপসনিউজ এডিটর সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৯৮০ দশকের বাংলাদেশ জাতীয় সংসদের সাংসদ, ঢাকা তিতুমীর কলেজ ছাএ সংসদের সাবেক জিএস ও ভিপি বীরমুক্তিযোদ্ধা আনিসুজ্জামান খোকন ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধে প্রবাসী সরকারের প্রধান উপদেষ্টা,ভাসানী ন‍্যাপ প্রতিষ্ঠাতা সভাপতি এবং আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মৌওলালা আবদুল হামিদ ভাসানী পরিষদ নিউইয়র্কের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ময়নুউদদীন নাসের, চ‍্যানেল আই-টিভি”র পরিচালক বিশিষ্ট সাংবাদিক রিমন ইসলাম। বক্তব্য রাখেন বৈস‍ম‍্য বিরুধী আন্দোলন নিউইয়র্ক এর সংগঠক মোহাম্মদ কাদের এবং কলেজ শিক্ষার্থী কাদিপ প্রমুখ ।

আলোচনা সভায় প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আনিসুজ্জামান খোকন তার বক্তব্যে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বংগবনধু শেখ মজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, নিউক্লিয়াসের অন্যতম প্রতিষ্ঠাতা জননেতা সিরজুল আলম খানের ৮৪তম জন্মবার্ষিকীর এ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, সিরাজুল আলম খান গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে অবিস্মরণীয় ভূমিকা পালন করে গেছেন। ৬০’র দশকের গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা, স্বাধীনতার অন্যতম রূপকার, নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের মত নেতা আজ আমাদের মাঝে বড় প্রযোজন ।গনতান্ত্রিক প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছিলেন তিনি ।সিরাজুল আলম খানের জীবন ও রাজনৈতিক সংগ্রামের উপর বিশদ আলোচনা করে তিনি আরোও বলেন,
৬০’র দশকের গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা, স্বাধীনতার অন্যতম রূপকার, স্বাধীন বাংলা নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান ৯ জুন ২০২৩ প্রয়াত হয়েছেন। যুক্তরাষ্ট্রে সিরাজুল আলম খাঁনের ইতিহাস নীতি,আদর্শ ও তার লেখা বইগুলো প্রচার  করে যাচেছ জেএসএফ এর পর থেকে হাজী আনোয়ার হোসেন লিটন, শামসুউদদীন আহমেদ শামিম এবং সিনিয়র সাংবাদিক হাাকিকুল ইসলাম খোকনসহ আরো অনেক।

সিরাজুল আলম খানের ৮৪তম জন্ম দিনের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন‍্য সবাইকে অনুষ্ঠানের সভাপতি হাজী আনোয়ার হোসেন লিটন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আলোচনা সভার শুরুতে মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬২, ৬৪ এর ৬ দফা, এগারো দফা শিক্ষা আন্দোলন ও স্বাধিকার আন্দোলন, ৬৯ এর গনঅভ্যুত্থান, আগড়তলা ষড়যন্ত্র মামলা, ৭১এর মহান মুক্তিযুদ্ধ, ১৫ই আগষ্ট, ২১শে আগস্ট, ৩রা নভেম্বরের জেল হত্যাকান্ড এবং স্বৈরাচার বিরোধী এবং বৈসম‍্য বিরোধী আন্দোলনে নিহতসহ সকল গনতান্ত্রিক আন্দোলনে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগী বীর এবং সম্ভ্রমহারা ২ লক্ষাধীক মা-বোনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে শেষে বিশিষ্ট সাংবাদিক মইনউদ্দিন নাসের এর সৌজন্যে সবাইকে নিউইয়র্ক এর জ‍্যাকসন হাইটসের কথা রেষ্টুরেন্টে নৈশভোজে আপ্যায়ন করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102