বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পঞ্চগড় সদর উপজেলার আহবায়ক কমিটি সম্পর্কে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্য প্রনোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে।
পঞ্চগড় সদর উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের আয়োজনে ৩ জানুয়ারী শুক্রবার সকালে পঞ্চগড় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে পঞ্চগড় সদর উপজেলা শাখা প্রাথমিক বিদ্যালয়ের আহ্বায়ক আফরোজা প্রধান, যুগ্ম আহবায়ক মনসুর আলম বক্তব্য দেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত ৯ ডিসেম্বর পঞ্চগড় সদর উপজেলার শিক্ষকদের মতামতের ভিত্তিতে আমরা একটি আহবায়ক কমিটি গঠন করি। সে আহবায়ক কমিটি কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন দেয়।
এ কমিটি গঠনের প্রতিবাদে ১লা জানুয়ারী বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কমিটির সদস্যকে জোর করে পদত্যাগ করিয়ে একাংশ গ্রুপ আহবায়ক কমিটির বিপক্ষে সংবাদ সম্মেলন করে। তারা আরও বলেন, তাদের মধ্যে কিছু কিছু শিক্ষক বিভ্রান্তমূলক তথ্য ছড়াচ্ছেন। আমরা সকল শিক্ষকরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তারা শিক্ষকদের জোর করে পদত্যাগ দেখিয়ে সংবাদ সম্মেলন করেন। তারা যে সংবাদ সম্মেলনটি করেছিল তা ছিল সম্পন্ন ভিত্তিহীন বানোয়াট এবং উদ্দেশ্যেপ্রনীত। তাদের এ সংবাদ সম্মেলনে সাধারন শিক্ষকগনের কোন সংশ্লিষ্টতা নেই।
সংবাদ সম্মেলনে আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক আছিম উদ্দীন, সদস্য রুবাইয়া সুলতানা, রেজাউল করিম, কেরামত আলী, বিউটি আক্তার, আলী মোর্তজা, আন্জুমান প্রধান, প্রধান শিক্ষক আব্দুস সোবাহান, সহকারী শিক্ষক ছত্রসেন রায়, ফাতেমা আক্তার, সাইফুল ইসলাম, খাদেমুল ইসলামসহ পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।