সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন

শ্রীমঙ্গলে র‌্যাব-৯ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ১৯ এই পর্যন্ত দেখেছেন

শ্রীমঙ্গলের প্রত্যন্ত জনপদের শীতার্ত অসহায় মানুষের পাশে দাড়িয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই অপরাধ দমনের পাশাপাশি বিভিন্ন দুর্যোগকালীন মুহুর্তে আন্তরিকতা, পেশাদারিত্ব ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশের অসহায় ও নিপীড়িত মানুষের সেবায় কাজ করে যাচ্ছে।

প্রতি বছরের ন্যায় এবারও সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে শীতের প্রকোপে তীব্র শীত অনুভূত হচ্ছে। এই তীব্র শীতে শীতার্ত মানুষের শীতের কষ্ট লাঘবে আভিযানিক কাজের পাশাপাশি মানবিক সহায়তার অংশ হিসেবে কম্বল নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে র‌্যাব-৯। বিশেষ করে চা বাগান ও খাসিয়া পল্লীর অসহায় মানুষরা যখন তীব্র শীতে কাপছে, তখনই এই মহতী উদ্যোগ নিল র‌্যাবের সদস্যরা।

 বুধবার সকাল ১১ টা থেকে রাত ১০ পর্যন্ত চা বাগান ও খাসিয়া পুঞ্জির বিভিন্ন এলাকায় র‌্যাবের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। এই কার্যক্রমের পাশাপাশি ব্যতিক্রমী উদ্যোগ ছিল বিভিন্ন এলাকার চা জনগোষ্ঠী ও খাসিয়া পল্লীর সকলকে নিয়ে নববর্ষের কেক কেটে আনন্দ ভাগাভাগি করা।

কম্বল বিতরণে নেতৃত্ব প্রদান করেন সিপিসি-২ শ্রীমঙ্গল কোম্পানির কমান্ডার সিনিয়ার এসপি আব্দুল্লাহ আল নোমান,  ডিএডি এ্যাডমিন আব্দুল মোমেন সরকার, পুলিশ পরিদর্শক আহমেদ আলীসহ অন্যান্য কর্মকর্তা ও র‌্যাব সদস্যরা।

শ্রীমঙ্গল উপজেলার পানিছড়া, ফুলছড়া চা বাগানের শ্রমিক, হরিনছড়া চা বাগানের প্রতিবন্ধী অসহায় চা শ্রমিক, প্রত্যন্ত জনপদ ম্যাকানীছড়া চা বাগানের অসহায় শ্রমিক পরিবারকে কম্বল দেয়া হয়। পাশাপাশি ১১৯ বছর বয়সের সবচেয়ে প্রবীণ ব্যাক্তি রাম সিং গোড়কে নিজ হাতে কম্বল পরিয়ে দেন র‌্যাব প্রধান। এছাড়াও খাসিয়া পল্লী কাইলিন নাহার পুঞ্জি, আসলাম নাহার পুঞ্জি, ১১, ১২ ও ১৩ নং পুঞ্জির শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

ভবিষ্যতেও র‌্যাব-৯, সিলেট এই ধরনের মানবিক কার্যক্রম চলমান থাকবে এবং আভিযানিক কার্যক্রমের পাশাপাশি মানবিক সহায়তার মাধ্যমে সর্বস্তরের মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপারে র‌্যাব সদা প্রস্তুত থাকবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102