মৌলভীবাজার ইনসানিয়া ট্রাষ্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতাল ও বৃটেনের বামিংহাম ইনসানিয়া এক্সপ্রেস এর ম্যানেজিং ডিরেক্টর, তরুণ ব্যাবসায়ী আব্দুর নূর মোহন এর রুগ মুক্তির কামনায় কার্ডিফ শাহজালাল মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া পরিচালনা করেন মসজিদের ঈমাম ও খতীব মাওলানা কাজি ফয়জুর রহমান। এতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনার ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি লিডার ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর সহ মসজিদের মুসল্লীয়ানরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, আব্দুর নূর মোহন গত ৮ ই ডিসেম্বর বাংলাদেশের মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটালের কার্যক্রম এর অগ্রগতি দেখার জন্য এবং মৌলভীবাজার ইনসানিয়া ট্রাষ্টের ওয়াজ মাহফিল এবং তাহরিকে খাতমে নুবুওয়্যাত সিলেটের আয়োজিত মুফতী ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী, পীর সাহেব জৈনপুরীর ওয়াজ মাহফিলে যোগদান করা সহ সিলেট ও মৌলভীবাজারে সমাজ সেবার মূলক বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ সহ ব্যাস্ত সময় কাটিয়েছেন। ৩০ শে ডিসেম্বর হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে সিলেটের পপুলার মেডিকেল সেন্টার হসপিটালে প্রফেসর ডাঃ সায়েক আজিজ এর তত্ত্বাবধানে পিওথলীর(Gallbladder Stone) অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে অপারেশন পরবর্তী পোস্ট অপারেটিভ রুমে নীবির পর্যবেক্ষণে রয়েছেন। উনার পরিপূর্ণ সুস্থতার জন্য বেশি বেশি করে দোয়া করার জন্য পরিবার এর পক্ষ থেকে দেশে বিদেশে সবার প্রতি বিনীতভাবে অনুরুধ জানানো হয়েছে।