বুধবার (১ জানুয়ারি) অনুষ্ঠিত হবেএশিয়া উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন পীরে কামিল সুলতানুল আরেফিন, কুতবুল আউলিয়া শাহ সুফি হযরত আল্লামা আব্দুল মান্নান চৌধুরী শিঙ্গাইরকুড়ী ছাহেব ক্বিবলাহ (রহ.) এর ৪৪তম ঈসালে সাওয়াব মাহফিল।
জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের বরকতপুরস্থ শিঙ্গাইরকুড়ী ছাহেববাড়ী সংলগ্ন মান্নানীয়া মাদ্রাসা প্রাঙ্গণে সকাল ১০টা থেকে পরদিন ফজর পর্যন্ত অনুষ্ঠিত হবে এ মাহফিল।
উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন পীরে কামিল হযরত মাওলানা লুৎফুর রহমান চৌধুরী পীর ছাহেব শিঙ্গাইরকুড়ী।তরবিয়ত প্রদান করবেন হযরত মাওলানা ফজলুর রহমান চৌধুরী ছাহেবজাদায়ে শিঙ্গাইরকুড়ী (রহঃ)।
গুরুত্বপূর্ণ নসীহত পেশ করবেন দেশ বিদেশের প্রখ্যাত আলিম-উলামা, পীর-মাশায়েখ, ইসলামী চিন্তাবিদগণ। আয়োজক কমিটির পক্ষ থেকে উক্ত মাহফিলে অংশগ্রহণ করার জন্য সকল ধর্মপ্রাণ মুসলিমদের প্রতি আহ্বান জানানো হয়েছে।