ছাতকের লক্ষীবাউর “মিনারা বেগম ফাউন্ডেশন”র পক্ষ থেকে এলাকার শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষীবাউর গ্রামের লক্ষীবাউর মাঝপাড়া মসজিদ সংলগ্ন মাঠে, মিনারা বেগম ফাউন্ডেশনের ফাউন্ডার এনামুল হক, ময়নুল হক, ও জয়নুল হক এর অর্থায়নে এলাকার প্রায় শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লক্ষীবাউর গ্রামের ইসলাম উদ্দিন, আসকর আলী, গৌছ উদ্দিন, আকমল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হাসান আনহার, হুসাইন আহমদ প্রমুখ।
ফাউন্ডেশনের ফাউন্ডার জয়নুল হক উপস্থিত সকলের উদ্দেশ্যে এ সময় বলেন, আমরা এখন ছোট পরিসরে অসহায় শীতার্ত মানুষদের সামান্য উপহার দিতে পারছি। ইনশাআল্লাহ আমরা আগামীতে বড় পরিসরে অসহায়দেরকে আরো কিছু দেওয়ার চেস্টা করবো। তিনি তার পরিবারের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।