শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মাধবপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ পঞ্চগড়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নবিজুল ইসলাম সমাহিত বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ওয়েলস আওয়ামী লীগের উদ্দ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের যা করার দরকার তা আমরা করব পার্বত্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ থানা শ্রীমঙ্গল উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে পালিত হলো বাংলা নববর্ষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ দূতাবাস ব্রাসিলিয়ায় বাংলা নববর্ষ উদযাপিত

যে কারণে ক্ষুব্ধ শর্মিলা ঠাকুর

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৯৬ এই পর্যন্ত দেখেছেন

নতুন প্রজন্মের অভিনেতারা শুটিংয়ের ক্ষেত্রে অনেক সময়েই নিজস্ব টিম নিয়ে সেটে কাজ করেন। যার ফলে অভিনেতাদের খরচ অনেকটাই বেড়ে যায়। বুধবার (১৮ ডিসেম্বর) বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর অভিনেতাদের আচরণে ক্ষুব্ধ বলে মন্তব্য করেছেন।

তিনি মনে করেন, বাস্তবতা থেকে এখনকার অভিনেতারা অনেকটাই দূরে সরে যান, যা পরোক্ষে তাদের ক্যারিয়ারে ক্ষতি করতে পারে।

শর্মিলা বলেন, আমি একটা বিজ্ঞাপনের শুটে রূপটান শিল্পীর কাছ থেকে জানতে পেরেছি— এখনকার অভিনেতারা নাকি তাদের মেকআপ ভ্যান কতটা বড়, তা নিয়েও প্রতিযোগিতায় নামেন।

অভিনেত্রী শর্মিলা ঠাকুর বেছে বেছে অভিনয় করেন। দীর্ঘদিন বিরতি দিয়ে প্রায় ১৩ বছর পর বলিউডে প্রত্যাবর্তন করলেন তিনি। গত বছর ‘গুলমোহর’ ওয়েব সিরিজে তার অভিনয় প্রশংসিত হয়। আগামী বছর তার অভিনীত নতুন বাংলা ছবি ‘পুরাতন’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে তিনি প্রতিনিয়তই বলিউড সম্পর্কে খোঁজখবর রাখেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী অভিনেতাদের পারিশ্রমিক বৃদ্ধি প্রসঙ্গে মন্তব্য করেছেন। পাশাপাশি সমকালীন অভিনেতাদের মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

অভিনেত্রী বলেন, একটা সময় সেটে ভ্যানিটি ভান শিল্পীদের নিরিবিলিতে থাকার জন্য ব্যবহৃত হতো। সেখানে রান্নাঘর, বৈঠক করার জায়গা— ইত্যাদি থাকলে অভিনয় থেকে অভিনেতা আসলে দূরে সরে যান।

 

শর্মিলার মতে, এই প্রবণতা থেকে সার্বিকভাবে ব্যয়ভার বৃদ্ধি পায় বলে একজন অভিনেতাকেও আকাশছোঁয়া পারিশ্রমিক দাবি করতে হয়।

এর আগে বলিউডে অভিনেতাদের অনৈতিক পারিশ্রমিক বৃদ্ধি প্রসঙ্গে মুখ খুলেছিলেন অনুরাগ কাশ্যপ, করণ জোহর, ফারহা খানের মতো ব্যক্তিত্বরা।

শর্মিলা বলেন, আমি যখন ‘আরাধনা’র জন্য পুরস্কৃত হই, তখন নার্গিস ও ওয়াহিদা রহমান দর্শকাসনে। মঞ্চে গান গেয়েছিলেন কিশোর কুমার। তখন পুরো বিনোদন জগৎ উদযাপনে শামিল হতো।

এ প্রসঙ্গে বর্তমান সময়ের উদাহরণ দিয়েছেন শর্মিলা।

তিনি বলেন, এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কেউ হয়তো দেরিতে আসেন। প্রথমসারির অভিনেতাদের জন্য আলাদা জায়গা থাকে। তার থেকেও বড় বিষয়—এ ধরনের অনুষ্ঠানে কেউ কারও সঙ্গে কথা বলে না! পুরস্কার না পেলে অনেকে উপস্থিতও হন না।

উল্লেখ্য, প্রায় ১৩ বছর পর বলিউডে প্রত্যাবর্তন করেছেন বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। গত বছর ‘গুলমোহর’ ওয়েব সিরিজ়ে তার অভিনয় প্রশংসিত হয়। আগামী বছর তার অভিনীত নতুন বাংলা ছবি ‘পুরাতন’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102