বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন

জাতীয় পতাকা বিক্রিতে বাধা দেয়া নিয়ে যা জানা গেলো

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১১৪ এই পর্যন্ত দেখেছেন

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে যেখানে দেখা যায়, একজন পতাকা বিক্রেতাকে পতাকা বিক্রিতে বাধা দেয়া হয়েছে। ভিডিওটি প্রচার করে দাবি করা হয়েছে, বিজয়ের মাসে জাতীয় পতাকা বিক্রেতাকে বাধা দেয়া হচ্ছে, অর্থাৎ ভিডিওটি চলতি মাস ডিসেম্বরের।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পতাকা বিক্রিতে বাধা দেয়ার ভিডিওটি চলতি ডিসেম্বর মাসের নয় বরং গত অক্টোবর মাসে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সংলগ্ন এলাকায় নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে পতাকা বিক্রিতে বাধা দেয়ার সময়কালে ধারণকৃত দৃশ্যের ভিডিও এটি।

এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার সংবাদমাধ্যম কালের কণ্ঠের ইউটিউব চ্যানেলে চলতি বছরের গত ২৫ অক্টোবরে ‘কঠোর নিরাপত্তার চাদরে বায়তুল মোকাররম, পতাকা বিক্রিতেও বাধা’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়।

উক্ত ভিডিওটির ১ মিনিট পরবর্তী সময়ের দৃশ্যের সঙ্গে প্রচারিত ভিডিওটির দৃশ্যের সাদৃশ্য পাওয়া যায়। হুবহু একই ফ্রেম পাওয়া না গেলেও পতাকা বিক্রেতা ও বিক্রেতার পরিহিত পোশাক, শব্দ, পারিপার্শ্বিক অবস্থা, রাস্তায় চলমান গাড়ি ইত্যাদির সঙ্গে সাদৃশ্য পাওয়া যায়; যা প্রমাণ করে কালের কণ্ঠ কর্তৃক প্রকাশিত উক্ত ভিডিওটি ঘটনার দিনই কিছুটা ভিন্ন কোণ থেকে ধারণ করা হয়েছিল।

তাছাড়া, ওইদিন (২৫ অক্টোবর) Barta bazar Video এবং News Depend নামের আরো দুইটি ফেসবুক পেজ থেকেও ঐ ঘটনার ভিডিও প্রচার করা হয় ; যার সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির তুলনা করলে নিশ্চিত হওয়া যায় যে, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং, গত অক্টোবর মাসের।

উল্লেখ্য যে, গত ২৫ অক্টোবর (শুক্রবার) কঠোর নিরাপত্তায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এদিন জুমার নামাজ পড়ান নতুন খতিব ইসলামি আইন বিশেষজ্ঞ ও হাদিস বিশারদ আল্লামা মুফতি আবদুল মালেক।

গণমাধ্যম সূত্রে জানা যায়, মুফতি আবদুল মালেকের বয়ান শুনতে সকাল থেকেই আগমন শুরু হয় মুসল্লিদের। এছাড়া বায়তুল মোকাররম এলাকায় ঘিরে কঠোর নিরাপত্তায় অবস্থান নেয় প্রশাসন। তল্লাশি করা হয় মসজিদে আসা সব মুসল্লিকে।

গত অক্টোবরে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বায়তুল মোকাররমে পতাকা বিক্রেতাকে পতাকা বিক্রি করতে পুলিশের বাধা দেয়ার ভিডিওকে চলতি ডিসেম্বর মাসে জাতীয় পতাকা বিক্রিতে বাধা দেয়া হয়েছে দাবিতে প্রচার করা হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102