শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে

পবিত্র কোরআন শরিফ অবমাননার দায়ে আটক ১

সেলিম মাহবুব,ছাতক
  • খবর আপডেট সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪ এই পর্যন্ত দেখেছেন
দোয়ারাবাজার উপজেলায় এক হিন্দু যুবক কর্তৃক পবিত্র কোরআন শরীফে পা দেয়া ছবি ফেসবুকে দেয়াকে কেন্দ্র করে উপজেলা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ কারণে মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় উপজেলার সর্বত্রই উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জের ধরে ঘটনাকারী আকাশ দাসের বাড়িতে মঙ্গলবার রাতে হামলা করেছে তৌহিদী জনতা।
এসময় অনেকগুলো ঘরবাড়িতে হামলা, অধিকাংশ ভাংচুর ও আংশিক ভাংচুর করা হয়েছে। দুই টি ঘরোয়া মন্দিরও ভাংচুর করা হয়। এতে ৬০০ জন লোক ক্ষতিগ্রস্থ হয়েছেন বলে সেনাবাহিনী সুত্র থেকে জানা গেছে।
আকাশ দাস (২১) দোয়ারাবাজার সদর ইউনিয়নের মংলার গাও গ্রামের প্রফুল্ল দাসের ছেলে। আকাশ দাস কর্তৃক পবিত্র কোরআন শরিফে পা দেয়া ছবি ফেসবুকে ছেড়ে ও কমেন্ট করাতে স্থানীয় মুসলিম তৌহিদী জনতা তাকে ধরার উদ্দ্যেশে আকাশ দাসের বাড়ি ঘেরাও করে। এ সময় স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিরা মুসলিম তৌহিদী জনতাকে বুঝিয়ে ও বাধা দিয়ে ভিকটিম আকাশ দাস ও তার পরিবারকে রক্ষা করেছেন। খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ভিকটিম আকাশ দাসকে  থানায় নিয়ে যায় এবং নিরাপত্তার স্বার্থে তাকে সুনামগঞ্জ সদর থানা হেফাজতে পাঠায় ।
ঘটনার সূত্রপাতের খবর পেয়ে ছাতক উপজেলা পরিষদ সেনা ক্যাম্প (৪২ বীর) থেকে চারটি টহল  দল ক্যাম্প কমান্ডারের নির্দেশে দ্রুত ঘটনাস্থলে পৌছে এবং বড় ধরনের ক্ষয় ক্ষতির হাত থেকে রক্ষা করে। উত্তেজনা কমানোর লক্ষে  সঠিক বিচারের আশ্বাস দিয়ে জনগণকে শান্ত করেন তারা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102