রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৩০ পূর্বাহ্ন

বেসরকারি ৮ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্ক করল ইউজিসি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৩ এই পর্যন্ত দেখেছেন

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে দেশের ৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হতে শিক্ষার্থীদের আহ্বান জানায় ইউজিসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউজিসির নিষেধাজ্ঞার আওতায় থাকা এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে কয়েকটি অবৈধভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে, আবার কিছু বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমও বন্ধ রয়েছে অনিয়মের কারণে।

ইউজিসি জানায়, এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যদি শিক্ষার্থীরা প্রতারিত হন এবং পরবর্তীতে আইনগত কোনো সমস্যা সৃষ্টি হয়, তবে এর দায় ইউজিসি নেবে না।

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী বর্তমানে ১১৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন রয়েছে, যার মধ্যে ১০৬টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চলমান। ইউজিসি জানিয়েছে, নিয়মিতভাবে কমিশনের ওয়েবসাইটে এসব বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়।

যেসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে সতর্ক করা হয়েছে সেগুলো হলো-

ইবাইস ইউনিভার্সিটি, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি, দ্য ইউনিভার্সিটি অব কুমিল্লা, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ, সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ঢাকা), সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়, কুইন্স ইউনিভার্সিটি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102