রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০২:০৬ পূর্বাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকারের আমন্ত্রণে বাংলাদেশ ভ্রমণে ভয়েস ফর গ্লোবাল প্রতিনিধি দল

যুক্তরাজ‍্য সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ২০ এই পর্যন্ত দেখেছেন

বিশিষ্ট সাংবাদিক  প্রবাস বন্ধু কে এম আবু তাহের চৌধুরীসহ বৃটেন ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে “ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশী এসোসিয়েশনে‘ এর নেতৃবৃন্দ শুক্রবার বাংলাদেশ  সফরের উদ্দেশ্যে রওনা দেবেন।

উল্লেখ্য আগামী ৬ ই ডিসেম্বর বিভিন্ন দেশ থেক সফররত প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ড: মোহাম্মদ ইউনুস এর সাথে সাক্ষাৎ করে প্রবাসীদের বিভিন্ন দাবি নিয়ে আলোচনা করবেন বলে সাংবাদিককে এম আবু তাহের চৌধুরী জানিয়েছেন।
প্রবাসীদের দাবীর মধ্যে উল্লেখযোগ্য দাবীগুলো হচ্ছে:
সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করতে হবেএবং আন্তর্জাতিক অন্যান্য বিমান সংস্থা গুলোকে সিলেটে অবতরণের সুযোগ দেওয়ার ব্যবস্থা করা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকেটকে অন্যান্য এয়ারলাইন্সের সাথে প্রতিযোগিতা মূলক মূল্য নির্ধারণ করতে হবে ।

বিমানের টিকেটিং ব্যবস্থা সিণ্ডিকেটের হাত থেকে রক্ষা করতে হবে। তাছাড়া বৃহত্তর সিলেটের অন্যান্য ন্যায্য দাবীও উত্থাপিত হবে। এর সঙ্গে  মুক্তিযুদ্ধের বীর সেনানী বঙ্গবীর জেনারেল আতাউল গণি ওসমানী ফাণ্ডেশনের বিভিন্ন দাবীও উত্থাপিত হবে।

প্রবাস বন্ধু কে এম আবু তাহের চৌধুরী তিন সপ্তাহ দেশে অবস্থান করবেন । দেশে অবস্থান কালে তিনি বিভিন্ন সামাজিক সংগঠন , সাংবাদিক ফোরাম এর সাথে মত বিনিময় করবেন। তিনি শমশেরনগর হাসপাতাল পরিদর্শন করে হাসপাতালের অগ্রগতি এবং হাসপাতালের নির্বাহী কমিটির সভাপতি সেলিম চৌধুরী ও অন্যান্য নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করবেন।

উনাদের মহৎ উদ্দেশ্যগুলো এবং প্রবাসীদের যৌক্তিক দাবীগুলো সফল হয় হয় এবং সুস্থ শরীর সহকারে নিরাপদ ভ্রমণের জন্য সকলের নিকট দোয়ার আরজ করেছেন নেতৃবৃন্দ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102