ঠাকুরগাঁওয়ে বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে পরিবারে সদস্যদের উপস্থিতিতে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক ইশরাত ফারজানা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সোলেমান আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন, অতিরিক্ত পুলিশ সুপার (হিসাব ও অর্থ) লিজা বেগম, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পয়গাম আলী, দপ্তর সম্পাদক মামুন অর রশিদ, জেলা জামায়াতের জেলা আমির বেলাল উদ্দীন প্রধান, জেলা জেএসডির সভাপতি মনসুর আলী, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সালেকুল ইসলাম টুলু, জেলা কমিউনিস্ট পার্টির সহ সম্পাদক আহসান হাবিব বাবু প্রমুখ।
স্মরণ সভায় জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও জুলাই-আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।